Lok Sabha Election 2024,ইটবৃষ্টি, কাঁদানে গ্যাসের শেল! বাদ গেল না কিছুই – trinamool bjp clash heated up in sandeshkhali on last day of lok sabha election


তপন মণ্ডল, সন্দেশখালি
সকলের নজরে ছিল সন্দেশখালি। শেষ দফার ভোটের দিনে সেই সন্দেশখালিই বারেবারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। বয়ারমারিতে বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। এরপর বাসন্তী রাজ্য সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিজেপি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশও। চলে আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এর আগে সুন্দরখালি গ্রামে তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দক্ষিণ খুলনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীও আক্রান্ত হন। শনিবার বয়ারমারি, বেড়মজুর, রাজবাড়ি, কানমারিতে দিনভর উত্তেজনা ছিল।

সব মিলিয়ে ভোটের দিন উত্তপ্ত সন্দেশখালিতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে। এ দিন বেলা দুটো নাগাদ সন্দেশখালির বয়ারমারি গ্রামে বিজেপির ক্যাম্প অফিসে হামলা হয়। তাতে চঞ্চল খাটুয়া নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটে। ৫০-৬০ জনের তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ উড়িয়ে দেয় ঘাসফুল শিবির।

কিন্তু ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পরে বিজেপিরই চার-পাঁচ জনকে পুলিশ আটক করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজবাড়ির কাছে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। পুলিশ ও সেন্ট্রাল ফোর্স সেখানে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ধেয়ে আসে ইট। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এরপর উত্তেজনা আরও বাড়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র ঘটনাস্থলে চলে এলে। পুলিশকে উদ্দেশ করে রেখাকে বলতে শোনা যায়, ‘বুলেট প্রুফ জ্যাকেট আছে তো?’‌ তাতে আরও উত্তেজনা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘাম ছুটে যায় পুলিশের। এরপর অসুস্থ হয়ে পড়লে রেখা এলাকা ছেড়ে বেরিয়ে যান। বিজেপি প্রার্থী বেরিয়ে যেতেই অবরোধ তুলে দেয় পুলিশ।

এ দিন সকালে সরবেড়িয়া আগারহাটির সুন্দরখালি গ্রামের ৩৩ নম্বর বুথে ভোট দিতে যাওয়ার সময়ে তৃণমূল কর্মী ধোনা শেখের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর গলায় ছুরির কোপ চালিয়ে দেয় আততায়ী। পুলিশ ধোনাকে হাসপাতালে ভর্তি করেছে। ততক্ষণে ধোনার বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে।

Lok Sabha Election 2024 : ষষ্ঠীকে টপকে ভোট-বিজয়ায় বাড়ল হিংসা! গ্রেপ্তার দুই, আহত পুলিশও

অন্য দিকে, দক্ষিণ খুলনার ১৭৭ নম্বর বুথে পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রামকৃষ্ণের মাথা ফেটে গিয়েছে। এ ক্ষেত্রেও অভিযোগ বিজেপির দিকেই। এ দিন সরবেড়িয়া আগারহাটি পঞ্চায়েতে দুই পাড়ার মধ্যে রাজনৈতিক সংঘর্ষে চার জন জখম হয়েছেন। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেখা পাত্রর অভিযোগ, ‘তৃণমূল ভোট বানচাল করতে চেয়েছে। তাই জেনেবুঝে আমাদের কর্মীদের মারধর করেছে।’ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো পাল্টা বলেন, ‘বিজেপি পরিকল্পিত ভাবে উত্তেজনা ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করেছে। সন্দেশখালির বিভিন্ন এলকায় আমাদের কর্মীরা মার খেয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *