Procession For Newborn Baby Girl,ঘরে এসেছে লক্ষ্মী, ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রায় অভ্যর্থনা খুদের – mohammad bazar family arranged special procession to welcome their newborn baby girl watch video


Embed

কন্যাসন্তান হওয়ার আনন্দে আত্মহারা পরিবার। বাঁধ মানল না বাবার উচ্ছ্বাস। লক্ষ্মী এসেছে ঘরে। তাই তাঁর অভ্যর্থনায় ব্যান্ড পার্টি ডেকে, তাসা বাজিয়ে শোভাযাত্রার আয়োজন করল পরিবার। বর্ণাঢ্য শোভাযাত্রা করে ছোট্ট খুদেকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেন বাবা। শুধু তাই নয় সদ্যোজাত কন্যা কোলে স্ত্রীকেও ফুলের কার্পেট পেতে জানালেন স্বাগত। এমনই দৃষ্টান্ত দেখা গেল বীরভূমের মহম্মদ বাজারের জয়পুর গ্রামে। সেই গ্রামের বাসিন্দা প্রিয়নাথ মাহারা তাঁর সদ্যোজাত কন্যার জন্য করলেন অভিনব আয়োজন। যা দেখে তাঁকে সাধুবাদ না জানিয়ে পারবেন না। কন্যাভ্রূণ হত্যা থেকে কন্যা সন্তান হওয়ায় অবহেলা, এই খবরকে পিছনে ফেলে শিরোনামে জায়গা করে নিয়ে মহম্মদবাজারের মাহারা পরিবারের এমন উদ্যোগ। কন্যাসন্তানের জন্য এমন আয়োজন পথ দেখাক বাকি সমাজকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *