Siliguri Water Supply : মিটল কি শিলিগুড়ির জল সমস্যা? জানালেন মেয়র – siliguri mayor gautam deb says what about drinking water supply watch video


Embed

গত কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যায় নাজেহাল অবস্থা শিলিগুড়ির বাসিন্দাদের। পুরনিগম জানিয়েছিল, তিস্তা ব্যারেজে কাজ চলায় জল সরবারহ করতে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কর্মীদের। অন্যদিকে, মহানন্দা থেকে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এর ফলে অবস্থার সামাল দেওয়ার পরিবর্তে এসে পড়ে নয়া বিপদ। শিলিগুড়ি পুরনিগমের তরফে পরামর্শ দেওয়া হয়েছিল যে মহানন্দার জলের মান যথোপযুক্ত নয়। তাই তা পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ফলে পুরসভার তরফে পানীয় জলের পাউচ সরবরাহ করা শুরু হয়। তবে এ দিন অবশেষে জল সমস্যা মিটেছে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দীর্ঘ পাঁচদিন ব্যাপী পানীয় জল সংকটের সমাধান হাওয়ায় আপাতত স্বস্তিতে বাসিন্দারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *