Siliguri Water Supply : মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মিটল শিলিগুড়ির সমস্যা, একাধিক ওয়ার্ডে পৌঁছল পানীয় জল – drinking water supply normalised at siliguri municipal corporation area initiative by mamata banerjee


অবশেষে জল সমস্যা মিটল শিলিগুড়িতে। রবিবার বিকাল থেকেই তিস্তার জল পুরসভা সরবরাহ করবে বলে জানিয়েছিলেন মেয়র গৌতম দেব। দীর্ঘ প্রায় পাঁচদিন ব্যাপী পানীয় জল সংকট নিয়ে নাজেহাল ছিল শিলিগুড়ি পুরসভার বাসিন্দারা। অবশেষে রবিবার বিকেল থেকেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল। স্বস্তিতে শিলিগুড়ির বাসিন্দারা। জানা গিয়েছে, ২৫, ২৬, ২৭, ২৯, ৩৩, ৩৪, ৩৫, ২৮, ২০, ১৫ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে পানীয় জল সরবরাহ করা হয়েছে।মেয়র এদিন জানান, পিএইচই ও সেচ দফতরের সঙ্গে পুরনিগম আলোচনা করেছে। পুরনিগমকে জানানো হয়েছে, তিস্তা থেকে জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। সেই জল পরীক্ষা করা হয়েছে। জল পান যোগ্য বলেই জানানো হয়েছে। গৌতম দেব বলেন, ‘বিভিন্ন দফতর সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে খোঁজ নিয়েছেন। একাধিক বার তাঁর সঙ্গে কথা হয়েছে। তাঁর হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হয়েছে। তাঁর নির্দেশ মতো কাজ করেছি।’ দুপুরেই মেয়র সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, তিস্তার জল এখন পরিশোধন কেন্দ্রে যাচ্ছে। রবিবার বিকাল থেকেই তিস্তার জল পান ও অন্যান্য কাজের জন্য ব্যবহার করতে পারবেন শিলিগুড়ি পুরসভার নাগরিকরা।

তবে, পানীয় জল দূষণের গোড়াতেই এবার আঘাত করতে চায় পুরসভা। মহানন্দা সহ শহর ও লাগোয়া সমস্ত নদী সংস্কার করা হবে। খোদ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন বলে পুরসভা সূত্রে খবর। সেচ দফতর কাজ করবে। সঙ্গে থাকবে কেএমডিএ। প্রায় ৬০০ কোটি ব্যয় হবে। শহরে পানীয় জলের সংকটের জেরে এই ব্যবস্থা। আজ বিকেল থেকে শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিকেল পাঁচটার মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক হয়।

পাশাপাশি তিনি এও জানান, জরুরিকালীন অবস্থায় কাজ করা হয়েছে। তিস্তায় হড়পা বানের জেরে ব্যারেজের ক্ষতি হয়েছিল। যে কারণে মেরামতির জন্য তিস্তা থেকে জল সরবরাহ বন্ধ ছিল। এই কাজের জন্য ১ মাস সময় লাগার কথা ছিল সেচ দফতরের। তিনি বলেন ‘আমাদের এখানে পিএইচই জল সরবরাহ করে। মহানন্দার জলের রিপোর্ট আসার পরই আমরা মানুষকে জানিয়েছি। কোনও কিছু লুকোনো হয়নি। শহরে এ ব্যাপারে প্রচারে করা হয়েছে।’

Siliguri Drinking Water Crisis : জলের জন্য হাহাকার শিলিগুড়িতে, জল কিনতে লম্বা লাইন

শিলিগুড়ি পুরসভা অঞ্চলে সাধারণত এতদিন ধরে তিস্তা নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়। গত অক্টোবর মাসে হড়পা বান আসায় তিস্তা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। গজলডোবায় তিস্তার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল হড়পা বানের কারণে। বাঁধ সংস্কার করতে সময় লাগার কারণেই তিস্তার জল সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন ছিল। পালটা, জলের সমস্যা মেটাতে বিগত কয়েকদিন মহানন্দার জল সরবরাহ করা হচ্ছিল। তবে, গত বুধবার মহানন্দার জল সংক্রান্ত একটি রিপোর্ট আসে। সেখানে দেখা যায়, জলের বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি রয়েছে।

Drinking Water Crisis Siliguri : পানীয় জল নিয়ে জলঘোলা শিলিগুড়িতে! কারণ কী? কবে-কোন পথে সমাধান?
সেই কারণে, শিলিগুড়ি পুরসভা কর্তৃক সরবরাহ করা জল পান করতে নিষেধ করে দেওয়া হয়। এরপরেই পুরসভা তরফে এলাকায় এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যদিও, পানীয় জল সঠিকভাবে না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল কিছু পুরসভার বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে, বিষয়টি নিয়ে পুরসভার সামনে আন্দোলন করা হয় বিজেপির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *