Tejasswi Prakash,হোয়াইটে টুইনিং, ডিনার ডেটে করণ-তেজস্বী – karan kundrra and tejasswi prakash were spotted having dinner at bandra watch video


Embed

বলিউডের এই জুটিকে দেখে এক কথায় সবাই বলেন লাভ বার্ডস। বিগ বসের ঘরে তৈরি হওয়া এই জুটি শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেদের প্রেমের উপন্যাস। শনিবার বান্দ্রার এক বিখ্যাত রেস্তোরাঁয় ডিনার ডেট সারতে দেখা গেল এই কাপলকে। গরমের দিনে সাদা পোশাকে তাঁদের টুইনিং মন জিতে নিয়েছে অনুরাগীদের। সাদার উপর নীল মোটিফের সালোয়ারে যেমন মিষ্টি লাগছিল তেজস্বীকে, তেমনি সাদা লিনেন শার্টে নজরকাড়া হ্যান্ডসাম করণ। ডিনার শেষ হলেও গল্প যেন আর শেষ হওয়ার নয় তাঁদের। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই হাত ধরে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে আসেন এই তারকা জুটি। বরাবরের মতোই এদিনও তেজস্বীকে আগলে রেখেছিলেন করণ। বিগ বসের পর একসঙ্গে কাজ না করলেও টিনসেল টাউনের এই জনপ্রিয় জুটির থেকে চোখই সরে না অনুরাগীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *