West Bengal Latest News,’লক্ষ্মী এল ঘরে’, বাজনা বাজিয়ে গোটা গ্রামকে মেয়ে হওয়ার সুখবর দিলেন বাবা, দেখুন ভিডিয়ো – birbhum priyonath mahara make special arrangements to take his daughter home good news


‘লক্ষ্মী এল ঘরে’, প্রচলিত শব্দচয়নে মাঝে মধ্যেই ভেসে আসে। কিন্তু, লক্ষ্মী কেন? মেয়ে যদি ডাকাবুকো হয়! কণ্ঠে সরস্বতীর বাস হলেও ক্ষতি কী? বা দেবী দুর্গার মতো দুষ্টের দমন করে দেশ রক্ষা করতে পারে তাহলে তো কথাই নেই। অন্তত নিজের একরত্তি মেয়েকে কোলে নিয়ে এমনটাই বললেন বীরভূমের মহম্মদ বাজারের জয়পুর গ্রামের বাসিন্দা প্রিয়নাথ মাহারা। তাঁর স্ত্রী দিন কয়েক আগে সিউড়ির একটি নার্সিংহোমে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর তা শুনেই আনন্দে আত্মহারা প্রিয়নাথ। সিউড়ি থেকে গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে মেয়েকে ঘরে তুললেন।খুদে একটা মেয়েকে কোলে নিয়ে বুকে জাপটে ধরার স্বপ্ন তাঁর সেই কবেকার! মেয়ে যদি পুতুল চাই তবে তাই কিনে দেবেন। তবে ব্যাটবল বা খেলনা বন্দুক চাইলেই ক্ষতি কী! প্রিয়নাথের কথায়, ‘এই সব নারীবাদ-টাদ জানি না। ঘরে একটা একরত্তি এসেছে। একে লালন পালন করব। মেয়ে-ছেলে এত কিছু ভাবনি।’ মেয়ে হওয়ার খবর শোনার পরেই বাজনার ব্যবস্থা সবার আগে করেন প্রিয়নাথ। গাড়ি সাজিয়ে নেন বেলুন দিয়ে। নার্সিংহোম থেকে বাড়ি পর্যন্ত বাজনা বাজিয়ে মেয়েকে ঘরে তোলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, লিঙ্গ ভেদাভেদ মুছে দেওয়ার বার্তা দিতেই তাঁরা এই আয়োজন করেছিলেন। একরত্তির ঠাকুরদা সদানন্দ মহারা বলেন, ‘এলাকায় অনেক সময় দেখি মেয়ে হয়েছে বলে কেউ কেউ মুখ ব্যাজার করে থাকেন। তাই জমকালোভাবে নাতনিকে ঘরে তুলতে চাইছিলাম, যাতে যাঁরা এই ধারনা মনে পুষে রাখেন তাঁদের চোখ খোলে এবং এই ভেদাভেদি তারা ভুলে যায়।’

অন্যদিকে, সদ্যজাতর বাবা বলেন, ‘আমাদের পরিবারে এই প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমরা সকলেই খুব খুশি। ওকে মানুষের মতো মানুষ করে তুলব।’ মেয়ের মা অর্পিতা বলেন, ‘অনেক বাড়িতে মেয়ে হলে সেভাবে আনন্দের আমেজ থাকে না। কিন্তু, আমাদের পরিবারের সকলেই খুশি। ভেদাভেদি আমাদের পরিবারের কেউ কোনওদিন করেনি। মেয়ে হলে যে সকলে খুশিই হবে তা জানতাম। কিন্তু, এভাবে ধুমধাম করে মেয়েকে ঘরে তুলবে ওর বাবা, তা ভাবিনি।’ আনন্দে আত্মহারা এই মায়ের কথায়, ‘মেয়েকে এখন মানুষের মতো মানুষ করতে চাই। ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *