রইল LIVE UPDATE
- প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অশোক কান্ডারিকে পিছনে ফেলে ১ লাখ ৪২ হাজার ২৮০ভোটে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল।
- জয়নগরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ১ লাখ ৫ হাজার ৭২৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
গত বছরের নির্বাচনের ফলাফল
| ২০১৯ | প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট |
| তৃণমূল | প্রতিমা মণ্ডল | ৭, ৬১, ২০২ (৫৬.১৩%) |
| বিজেপি | অশোক কান্ডারি | ৪, ৪৪, ৪২৭ (৩২.৭৭%) |
১৯৮০ সালের লোকসভা নির্বাচনে আরএসপির তরফে সনৎ কুমার মণ্ডল জয়ী হন। ২০০৪ সাল পর্যন্ত টানা ১০ বার এি কেন্দ্রে জয়লাভ করেন তিনি। নিজের প্রতিদ্বন্দ্বীকে রেকর্ড মার্জিনে ২ লাখ ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এসইউসিআইয়ের তরফে তরুণ মণ্ডল জেতেন। ২০১৪ সালে প্রতিমা মণ্ডল তৃণমূলের পক্ষ থেকে ১ লাখ ৮ হাজারের কিছু বেশি ভোটে এই কেন্দ্রে প্রথম জয়লাভ করেন। এরপর ২০১৯ সালেও এই কেন্দ্র থেকে জেতেন। এবার ভোটের ব্যবধান হয় ৩ লাখ ১৬ হাজার ৭৭৫।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভিত্তিতে বাসন্তী কুলতলি প্রত্যেকটি কেন্দ্রেই তৃণমূল জিতেছিল। তৃণমূলের তরফে পরেশরাম দাস ৩৫ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। ক্যানিং পূর্ব কেন্দ্রে তৃণমূলের শওকত মোল্লা ৫৩ হাজার ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন। মগরাহাট পূর্ব কেন্দ্রে নমিতা সাহা তৃণমূলের তরফে ৫৪ হাজার ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এককথায় বলতে গেলে এই লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত থেকেছে বিধানসভা নির্বাচনেও।
রিফ্রেশ করতে থাকুন…
