সেখানে মহম্মদ সেলিমকে বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এক্সিট পোল করি না। আমরা এতে বিশ্বাস করি না। আমরা ভোটে লড়েছিলাম, যে সমস্ত অপদার্থরা সংসদে রয়েছেন, তাঁদের এক্সিট ডোর (বাইরের দরজা) দেখানোর জন্য।’
কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এর আগে এক্সিট পোলের রিপোর্ট নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পালটা প্রশ্ন তোলেন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসেব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’
এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা যে ভাবে মাঠে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবে না।’ মমতার আরও সংযোজন, ‘আমি আগে ফল দেখব, ফল দেখে হিসেব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে।’ আর এবার কার্যত তেমনই কথা শোনা গেল মহম্মদ সেলিমের মুখে।