Cinema Manthan,ফের স্ক্রিনে শ্যাম বেনেগালের মন্থন, স্ক্রিনিংয়ে তারকার হাট – shyam benegal cinema manthan to be screened at 77th cannes film festival watch video


Embed

৪৮ বছর পর ফের বড় পর্দায় মন্থন। ১৯৭৬ সালে শ্যাম বেনেগালের তৈরি এই ক্লাসিক মুভির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ‘ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে’। তারপরই সিনেমাটি ফের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্তের কথা জানা যায়। সেই সিনেমার স্ক্রিনিংয়েই বসেছিল তারকার হাট। ভিসুয়াল- গিরিশ কারনাড, স্মিতা পাটিল, নাসিরউদ্দিন শাহ অভিনীত এবং শ্যাম বেনেগালের নির্দেশিত ‘মন্থন’ সিনেমার সংরক্ষিত শ্যুটিং নেগেটিভ থেকেই ফের দেখানো হয় এই সিনেমা। উল্লেখ্য, সেসময় গুজরাটের গুজরাতের পাঁচ লাখ কৃষক এই সিনেমা তৈরির জন্য অনুদানও দিয়েছিলেন। এদিনের স্ক্রিনিংয়ে শ্যাম বেনেগালের সঙ্গে হাজির ছিলেন ছবির কলাকুশলীরাও। এসেছিলেন এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাও। স্ক্রিনিং উপলক্ষে এসেছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, কূলভূষণ খারবান্দা, প্রয়াত স্মিতা পাটিলের পুত্র প্রতীক ব্ববর, জ্যাকি শ্রুফ, রজত কপূর, স্বরা ভাস্কর, আলি ফজল, রিচা চাড্ডা, সিদ্ধার্থ রয় কপূর ছাড়াও বহু অভিনেতা-অভিনেত্রী। এককথায় বলতে গেলে নবীন প্রবীণের মেলবন্ধন। ৪৮ বছর পর এমন ক্লাসিক মুভিকে ফের পর্দায় দেখার সুযোগকে হাতছাড়া করতে চাননি কেউই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *