Live Kanthi Lok Sabha Result: কাঁথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী – kanthi lok sabha constituency election results 2024 soumendu adhikari vs uttam barik live update


পূর্ব মেদিনীপুরের অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কাঁথি। এই কেন্দ্রে মোট ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০২১ সালে এই সাতটি বিধানসভা কেন্দ্রের চারটি যায় বিজেপির দখলে।

রইল LIVE UPDATE

কাঁথিতে ফের এগিয়ে বিজেপি প্রার্থী। ৬০৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
যাবতীয় জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। ১ হাজার ৯০৫ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী উত্তম বারিকের থেকে ১ হাজার ২২৭ ভোটে এগিয়ে রয়েছেন সৌমেন্দু।

গত বছরের নির্বাচনের ফলাফল

২০১৯ প্রার্থীর নাম প্রাপ্ত ভোট
তৃণমূল শিশির অধিকারী ৭, ১১, ৮৭২ (৫০%)
বিজেপি দেবাশীষ সামন্ত ৬, ০০, ২০৪ (৪২%)

২০০৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রথমবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন শিশির অধিকারী। সিপিএম প্রার্থী প্রশান্ত প্রধানকে ১ লাখের বেশি ভোটে হারিয়েছিলেন।

২০১৪ সালেও তৃণমূলের টিকিটে জেতেন শিশির অধিকারী। সিপিএমের তাপস সিনহাকে ২ লাখেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।

এরপর ২০১৯ সালেও কাঁথি থেকে জিতে হ্যাটট্রিক করেছিলেন শিশির অধিকারী। ওই বছর সিপিএম প্রার্থীকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তকে ১ লাখের বেশি ব্যবধানে পরাজিত করেন শিশির অধিকারী।

ফলে ২০২৪ সালে এই কেন্দ্রটি ধরে রাখা তৃণমূলের পক্ষে খুবই চ্যালেঞ্জের। অন্যদিকে, অধিকারী পরিবারের বিজেপি ঘনিষ্ঠতা নিঃসন্দেহে কিছুটা ফ্রন্টফুটে রাখবে বিজেপিকে। বর্ষীয়াণ রাজনীতিবিদ শিশির অধিকারীকে দেখা গিয়েছিল অমিত শাহর সবাতেও। ফলে তাঁর অবস্থান নিয়ে এখন আর কোনও সংশয়ই নেই।

২০২১ সালে শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ফলে তার প্রভাবকে কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের মাটিতে উত্থান ঘটতে থাকে বিজেপির। এবার অধিকারী গড়ে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে কে জেতে সেটাই দেখার।

রিফ্রেশ করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *