রইল LIVE UPDATE
কলকাতা দক্ষিণে বিজেপি প্রতিদ্বন্দ্বী দেবশ্রী চৌধুরীকে পিছনে ফেলে ৮৪ হাজার ৯০০ ভোটে এগিয়ে রয়েছেন মালা রায়।
গত বছরের নির্বাচনের ফলাফল
২০১৯ | প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট |
তৃণমূল | মালা রায় | ৫, ৭৩, ১১৯ (৪৮%) |
বিজেপি | চন্দ্রকুমার বসু | ৪, ১৭, ৯২৭ (৩৫%) |
সিপিএম | নন্দিনী মুখোপাধ্যায় | ১, ৪০, ২৭৫ (১২%) |
১৯৯১ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.৪৬ শতাংশ। সিপিএম প্রার্থীকে হারিয়ে ভোটে জেতেন মমতা। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ফের জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০৪ এবং ২০০৯ সালেও এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০৯ সালে সিপিএমের রবীন দেবকে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ৪৫। রবীন দেব পান ৩ লাখ ৫৬ হাজার ৪৭৪ টি ভোট। এই নিয়ে পরপর দু বার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারেন রবীন দেব। ৩৯ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন বিজেপির জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়।
২০১৪ সালে প্রার্থী হন সুব্রত বক্সী। জয়ী হন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির তথাগত রায়। সুব্রত বক্সী পান ৩৬.৯৫ শতাংশ ভোট। তথাগত পান ২৫.২৮ শতাংশ।
২০১৯ সালে প্রার্থী বদল করে তৃণমূল। মালা রায়কে প্রার্থী করা হয়। ৪৭.৫০ শতাংশ ভোট পেয়ে বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বোসকে হারান মালা রায়। বিজেপি চন্দ্রকুমার বোস পান ৩৪.৬৪ শতাংশ ভোট।
রিফ্রেশ করতে থাকুন…