রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। গণনা কেন্দ্রে যেতে কাউন্টিং অফিসারদের যাতায়াত করতে কোনও রকম অসুবিধে না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।
নির্বাচনী পর্বে এর আগে ভোট কর্মীদের জন্য স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল রেলের তরফে। সপ্তম দফার আগেই ভোটকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নেয় পূর্ব রেল। ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করা হয়। এবারও ভোট গণনার আগে কাউন্টিং অফিসারদের জন্য স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা রেলের।
অন্যদিকে, ভোট গণনার দিন মেট্রো পরিষেবা কী স্বাভাবিক চলবে? সংশয় রয়েছে অনেক যাত্রীদের মধ্যে। তবে যাত্রীদের সংশয় কাটিয়ে মেট্রো কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দিয়েছেন, ভোট গণনার দিন কলকাতায় মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পেল লাইন, সব কয়টি ক্ষেত্রেই মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দিনের শুরুতে প্রথম মেট্রো এবং রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। মেটার টাইমিংয়ের কোনও বদল করা হচ্ছে না।