West Bengal Monsoon,সোমে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বর্ষা কবে? – today kolkata and many districts may witness of rain know the update about monsoon


রাজ্যে রোদবৃষ্টির খেলা অব্যাহত। বিভিন্ন জেলায় বৃষ্টি জারি থাকার পূর্বাভাস দিচ্ছে আলিপর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া ও নদিয়াতেও থাকছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনকী মঙ্গলবার ভোট গণনার দিনও উপকূলবর্তী জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও।

কলকাতার আবহাওয়ার খবর

এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূ্র্বাভাস থাকছে শহর কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। হাওয়া অফিস আরও জানাচ্ছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এক্ষেত্রে তাপমাত্রা বিশেষভাবে না বাড়লেও আর্দ্র্যতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই থাকবে ঘামে প্যাচপ্যাচে গরম। তবে বিকেল বা সন্ধ্যায়র দিকে ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে।

প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? সেই বিষয়ে অবশ্য এখনও আশার বাণী শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। রিমেলের জেরে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে রয়েছে একই জায়গায়। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বর্ষার প্রভাব। কিন্তু উত্তরের সমতলে অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে এখনও মৌসুমী বায়ু নিজের প্রভাব বিস্তারে ব্যর্থ। ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা থমকে রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের উপরের দিকের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা দিচ্ছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতেই ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি বতে পারে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। বৃষ্টির জেরে, তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *