জবাব দিল সন্দেশখালি, জবাব বসিরহাটের! বাজিমাত হাজি নুরুলের – basirhat lok sabha tmc candidate haji nurul islam is way ahead than rekha patra


‘চুপ করিয়ে দিলেন’! বেলা ১২টার সময়ই বসিরহাটের প্রার্থীদের ‘ভাগ্যরেখা’ স্পষ্ট। ‘টু আর্লি টু সে’, পোড়খাওয়া রাজনীতিকদেরও এই মন্তব্য করার জায়গা নেই। বেলা সাড়ে ১২টা নাগাদ নির্বাচন কমিশনের তথ্য বলছে ১ লাখ ৮ হাজার ৩৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। মানুষের ভোটবাক্সে দেওয়া সন্দেশ ঝরঝরে ভাবে পড়া সম্ভব।জনতার রায় বিজেপির পক্ষে না যাওয়ার আভাস পাওয়ামাত্রই রেখার দাবি, ‘ভোট লুঠ হয়েছে’। এদিকে সন্দেশখালির ‘স্পিড বল’ তুখোড়ভাবে খেলে ‘ম্যান অফ দ্য বসিরহাট’ হওয়ার পথে এগিয়ে চলা হাজি নুরুল ইসলাম সকাল থেকেই শান্ত। গণনার দিকে কড়া নজর। সন্দেশখালি, শেখ শাহাজাহান ইত্যাদি ইত্যাদি বিষয়কে পাত্তা না দিয়ে জনতার রায় অনেকটাই স্পষ্ট-ঝরঝরে।

লোকসভা নির্বাচনের ঠিক আগে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, অনেক নেতাই দাবি করেছিলেন সন্দেশখালির জন্য তাঁদের হৃদয় ‘ডুকরে কাঁদছে’। আর এই রাজনীতিকরা সুক্ষ্মভাবে ‘অভিযোগ রাজনীতির’ ডোজ দিয়ে যাচ্ছিলেন নিজেদের বক্তব্যে।

শুধু তাই নয়, সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ হিসেবে দাবি করা রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। এদিকে তৃণমূল সেলেব মুখ নুসরত জাহান থেকে সরে পোড় খাওয়া সংগঠক হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছিল।

রেখার ‘রাজনৈতিক ভাগ্যরেখা’ বদলাতে ময়দানে নেমেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। তিনি ফোন করেছিলেন বিজেপি প্রার্থীকে। এরপর থেকেই বারংবার ফোকাসে এসেছেন রেখা। তারপরেও কোন অংকে এগিয়ে হাজি নুরুল ইসলাম?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, ‘সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) যেখানে বিজেপির মণ্ডল সভাপতি দাবি করছেন এটি সাজানো, তা মানুষের মনে গভীরভাবে দাগ কেটেছে। সন্দেশখালি নিয়ে বিজেপির রাজনৈতিক বাক্যবাণ সেভাবে গ্রহণ করেনি সাধারণ মানুষ।’

স্থানীয় রাজনৈতিক মহলের কথায়, ‘হাজি নুরুল মিতভাষী, এলাকাবাসীর আপদে বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। অন্যদিকে, রাজনীতির ময়দানে আনকোরা রেখা। প্রচারে তাঁর রাজনৈতিক এজেন্ডাগুলিও স্পষ্ট হয়নি।’

এখনও অবশ্য অনেকটা সময় বাকি। বিশেষজ্ঞদের কথায়, ‘ব্যাবধান অনেকটাই বাড়িয়েছেন হাজি নুরুল। ফলাফলের আভাস স্পষ্ট।’ এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে খুব একটা বেশি কিছু বলেননি রেখা পাত্র। গণনা শেষে কার ঝুলিতে কত ভোট আসে? এখন সেই দিকে সব নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *