Diamond Harbour Lok Sabha Election result 2024: লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা আজ। গণনা চলছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই ডায়মন্ড হারবার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী। তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন অভিষেক। ডায়মন্ড হারবার আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড ও চূড়ান্ত ফলাফল জানতে এখানে চোখ রাখুন-
লোকসভা নির্বাচন ২০২৪: ডায়মন্ড হারবার
দল- প্রার্থী – প্রাপ্ত ভোট
তৃণমূল- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়- ৭ লাখ ভোটে এগিয়ে
বিজেপি- অভিজিৎ দাস (ববি)- পিছিয়ে
সিপিআইএম- প্রতীকূর রহমান- পিছিয়ে
আইএসএফ- মজনু লস্কর- পিছিয়ে
কবে ভোট হয়-
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় ডায়মন্ড হারবারে। ভোট হয় ১ জুন তারিখে। মোট ভোটকেন্দ্র ১,৯৬১। মহিলা পরিচালিত বুথ ৪১৬। মডেল বুথ ২। থিম বুথ ছিল না। ওয়েব কাস্টিং ছিল ১০০ শতাংশ বুথেই। মোট ভোটকর্মী ছিলেন ৯৩০৯ জন।
ভোটের হার-
ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ।
কেন্দ্রের খুঁটিনাটি ও ইতিহাস
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (সংরক্ষিত), মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৮০ হাজার ৭৭৯ জন। পুরুষ ৯ লাখ ৫৪ হাজার ৬৪৭ জন, মহিলা ৯ লাখ ২৬ হাজার ০৬১ জন, তৃতীয় লিঙ্গ ৭১ জন। ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪৯ থেকে ৫১ শতাংশ মুসলিম ভোটার। একসময়ের বাম গড় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পালাবদল হয় ২০০৯ সালে। ২০০৯ সালে তৃণমূলের হয়ে জেতেন সোমেন মিত্র। এপরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে গত ২ বারের সাংসদ অভিষেক। এবারও প্রার্থী তিনি।
২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। প্রাপ্ত ভোট ৭ লাখ ৯০ হাজার ৭২৫। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির নীলাঞ্জন রায়। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৭০ হাজার ৪৭। ৩ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে জেতেন অভিষেক। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর ড. ফুয়াদ হালিম পান মাত্র ৯৩ হাজার ৮৩৩ ভোট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)