- ১ লাখ ১৫ হাজার ৯৩৩ ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রেকর্ড গড়ার পথে অভিষেক। ১ লাখ ৮১১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
- অভিষেকের জয়জয়কার, ৯৬ হাজার ১১৩ ভোটে এগিয়ে তৃণমূল সভাপতি।
- ডায়মন্ড হারবারে রেকর্ডের পথে অভিষেক! ৬৬ হাজার ১৮৪ ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ৫০ হাজার ৪৪০ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ৪২ হাজার ৪০৯ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ৩২ হাজার ৫০৮ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ২২ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ডায়মন্ড হারবার কেন্দ্রে ৮ হাজার ৭০৭ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
এই কেন্দ্র অতীতে ‘বামেদের গড়’ হিসেবে পরিচিত ছিল। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন। এরপর থেকে সেখানে রাজ্য শাসক দলের জয়ের ধারা অব্যাহত। বর্তমানে তৃণমূলের ‘দুর্জয় ঘাঁটি’ ডায়মন্ড হারবার। এবারেও সেখানে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল এই কেন্দ্রে জয় নিয়ে আলাদা করে কোনও প্রশ্ন রাখতে, তুলতে চান না। তাঁদের কথায়, ‘শুধুই মার্জিনের দিকে নজর থাকবে। অতীতের থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় কতটা মার্জিন বাড়ালেন। এখন সব নজর সেই দিকেই।’
দল | প্রার্থী | প্রাপ্ত ভোট |
তৃণমূল কংগ্রেস | অভিষেক বন্দ্যোপাধ্যায় | |
বিজেপি | অভিজিৎ দাস(ববি) | |
আইএসএফ | মজনু লস্কর | |
সিপিএম | প্রতীক উর রহমান |
বিজেপি সবথেকে শেষে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে গেরুয়া শিবিরের প্রার্থী অভিজিৎ দাস(ববি)। তিনি আগেও এই আসনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু, হালে পানি পাননি। অন্যদিকে, বামেরা প্রার্থী করেছে প্রতীক উর রহমানকে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বারবার দাবি করেছিলেন তিনি এই কেন্দ্র থেকে ভোটে লড়বেন। কিন্তু, তা হয়নি। দলের সিদ্ধান্তের ‘দোহাই’ দিয়েছেন তিনি। বদলে তাঁর দল মজনু লস্করকে এই কেন্দ্র থেকে ভোটে দাঁড় করিয়েছে। সকাল থেকেই সব নজর থাকবে এই কেন্দ্রের দিকে।