প্রথমে এগোলেও পিছিয়ে পড়লেন শীলভদ্র, ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়ে দমদমে এগিয়ে সৌগত…


Dumdum Lok Sabha Election result 2024: লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা আজ। গণনা চলছে। দমদম লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই দমদম। সুজন-সৌগত-শীলভদ্রের লড়াইয়ে নজর সব মহলের। দমদম আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড ও চূড়ান্ত ফলাফল জানতে এখানে চোখ রাখুন- 

লোকসভা নির্বাচন ২০২৪: দমদম

দল- প্রার্থী – প্রাপ্ত ভোট 
তৃণমূল- সৌগত রায়- মাত্র ১৭১৮৩ ভোটে এগিয়ে
বিজেপি- শীলভদ্র দত্ত- পিছিয়ে
কংগ্রেস- সুজন চক্রবর্তী- পিছিয়ে

কবে ভোট হয়
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় দমদমে। ভোট হয় ১ জুন তারিখে। 

ভোটের হার
ভোট পড়েছে মোট ৭৩.৮১ শতাংশ।

কেন্দ্রের খুঁটিনাটি ও ইতিহাস
উত্তর ২৪ পরগনা জেলার অংশবিশেষ নিয়ে এই দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৫৬ জন। দমদম লোকসভা কেন্দ্রের ৭.২ শতাংশ মুসলিম ভোটার। দমদম লোকসভা কেন্দ্র থেকেই একসময় সাংসদ ছিলেন বিজেপির তপন শিকদার। সাংসদ ছিলেন সিপিআইএম-এর অমিতাভ নন্দী। তবে ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রটি কবজায় রেখেছেন তৃণমূলের সৌগত রায়। বিগত ৩ বারের সাংসদ সৌগত রায়।

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ লোকসভা নির্বাচনে দমদম আসনে জয়ী হন সৌগত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫ লাখ ১১ হাজার ৭০৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৫৮ হাজার ২৭০। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৫৩ হাজার ভোটে জেতেন সৌগত রায়। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নেপালদেব ভট্টাচার্য পান ১ লাখ ৬৭ হাজার ২৪৯ ভোট। আর চতুর্থ স্থানে থাকা কংগ্রেসের সৌরভ সাহা পান ২৯ হাজার ৬৬ ভোট।

আরও পড়ুন, Kolkata Uttar Lok Sabha Election Result: কলকাতা উত্তরে সুদীপ-তাপস ‘হাড্ডাহাড্ডি’ লড়াই, প্রায় ১৫০০০ ভোটে এগিয়ে…

Jadavpur Lok Sabha Election result: যাদবপুরে ৫৩৬৮৪ ভোটে এগিয়ে সায়নী! রেকর্ড জয়ের পথে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *