Bhangar News : গণনার আগের রাতেই বোমা বিস্ফোরণ ভাঙড়ে, আহত আইএসএফ নেতা সহ ৫ – bomb blast at bhangar 5 people are injured before lok sabha election counting day


ভোটের দিনেও উত্তপ্ত ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এলাকা। ভোট গণনার আগের দিনেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ভাঙড়ে। বিস্ফোরণের কারণে এক ISF পঞ্চায়েত সদস্য সহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, ভাঙড়-২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকার সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক ISF পঞ্চায়েত সদস্য সহ পাঁচজন আহত হয় বলে খবর। আইএসএফের আহত পঞ্চায়েত সদস্যের নাম আজহার উদ্দিন। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পরবর্তীকালে আহতদের অবস্থার অবনতি ঘটে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে পরে পাঁচ জনকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, পানাপুকুর এলাকায় একটি জায়গায় বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময়েই বোমা বিস্ফোরণ ঘটে। একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বেশ কয়েকটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলেগিয়েছিলেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানার পুলিশ।

রায় বরেলি এবং অহমদাবাদে শুরু হল কাউন্টিং

ভোট গণনার দিন সকালে SSKM হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা পুলিশ আধিকারিকদের দেখা করতে অনুমতি দেননি। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের দেহ ৩০ – ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। এর মধ্যে আজাহারউদ্দিন শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Jadavpur Lok Sabha : ‘সারপ্রাইজ অপেক্ষা করছে’, যাদবপুরে গণনার আগে খোশ মেজাজে সায়নী
ভোটের আগের দিন ভাঙড়ের একাধিক এলাকায় অশান্তির খবর উঠে আসে। তবে, এদিনের বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভাঙড় জুড়ে। প্রসঙ্গত, ভোটের আগের দিন রাতে বোমাবাজির ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতা রফিক খান ও অন্যান্য দলীয় কর্মীরা ভোটের স্লিপ বিলি করার সময় বোমার আঘাতে আহত হন। এই ঘটনায় আইএসএফ কর্মীদের উপর অভিযোগের আঙুল তোলে তৃণমূল কংগ্রেস। ঘটনায় একাধিক তৃণমূল কর্মী-সমর্থক আহত হন। তাঁদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই ভাঙড় এলাকায় ফের ভোট গণনার আগের দিন একই ঘটনায় এলাকায় মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *