সকাল ৯টা পর্যন্ত বোলপুর কেন্দ্রে এগিয়ে অসিত মাল। প্রথম রাউন্ড গণনার শেষে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল ৬০১০ ভোটে এগিয়ে।বোলপুরে গণনার শুরুতে এগিয়ে অসিত মাল। বীরভূম জেলার আরও একটি গুরুত্বপূর্ণ হল বোলপুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এই কেন্দ্রের অন্তর্গত। শিক্ষার পাশাপাশি রাজনীতির দিক থেকেও এই কেন্দ্রের বিশেষ গুরুত্ব রয়েছে।
বোলপুর লোকসভা কেন্দ্র মূলত বোলপুর, কেতুগ্রাম, লাভপুর, আউশগ্রাম, ময়ূরেশ্বর, মঙ্গলকোট, নানুর এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। সাতটি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।
বোলপুর লোকসভা কেন্দ্র মূলত বোলপুর, কেতুগ্রাম, লাভপুর, আউশগ্রাম, ময়ূরেশ্বর, মঙ্গলকোট, নানুর এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। সাতটি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।
২০১৯ সালে কেমন ফল ছিল এই কেন্দ্রে?
প্রার্থীর নাম | দল | প্রাপ্ত ভোট |
অসিত কুমার মাল | তৃণমূল কংগ্রেস | ৬,৯৯,১৭২ |
রাম প্রসাদ দাস | বিজেপি | ৫,৯২,৭৬৯ |
রাম চন্দ্র ডোম | সিপিএম | ৯১,৯৬৪ |
এই কেন্দ্রে ২০০৯ সাল পর্যন্ত বামেদের ভালো কর্তৃত্ব ছিল। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে জিতে এসেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। ২০১৪ সালে এই কেন্দ্রে প্রথম জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম হাজরা। যদিও, পরে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর দুইবার এই কেন্দ্র থেকে জিতে এসেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। এবারেও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, এবার বিজেপি প্রার্থী করেছে পিয়া সাহাকে। সিপিএমের প্রার্থী হয়েছেন শ্যামলী প্রধান। যদিও, এই কেন্দ্রে দ্বিমুখী লড়াই হয়েছে বলেই জানিয়েছিল রাজনৈতিক মহল।
আপডেট জানতে পেজটি রিফ্রেশ করুন…