IND vs IRE 2024 | T20 World Cup 2024 Live Streaming: আইরিশদের বিরুদ্ধে বুধে রোহিতদের শুভারম্ভ, জানুন খেলা দেখার সব রাস্তা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামিকাল ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে (IND vs IRE, T20 World Cup 2024)। গা ঘামানোর ম্য়াচে ভারত হেলায় হারিয়েছিল বাংলাদেশকে। রোহিতরা মোটামুটি নিজেদের পরখ করে নিয়েছেন। আয়ারল্য়ান্ডের পর ভারত ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে। এরপর ১২ জুন আমেরিকার বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলা। এরপর ১৫ জুন কানাডার বিরুদ্ধে ফ্লোরিডায় নামবেন রোহিতরা। বিশ্বকাপে গ্রুপে ‘এ’তে ভারত রয়েছে আমেরিকা, পাকিস্তান, আয়ারল্য়ান্ড ও কানাডার সঙ্গে। এই প্রতিবদেনে চোখ বুলিয়ে জেনে নিন কোথায় দেখবেন খেলা।

আরও পড়ুন: Hardik Pandya: ‘হার্দিকের যা চরিত্র’, কাপযুদ্ধের মাঝে এল আগুনে বয়ান! ১৩ হাজার কিলোমিটার দূরেও…

কবে ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
৫ জুন অর্থাৎ আগামিকাল  ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোথায় ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে এই ম্য়াচ।

কখন ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?
ভারতীয় সময়ে রাত ৮টা থেকে শুরু ম্য়াচ। প্রথামাফিক আধ ঘণ্টা আগে হবে টস।

টিভিতে কোথায় দেখা যাবে ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
Star Sports Network টিভিতে সরাসরি এই ম্য়াচের সম্প্রচার করবে। বিশ্বকাপের সব ম্য়াচই টিভিতে দেখা যাবে এখানেই।

অনলাইনে কোথায় স্ট্রিম করে দেখা যাবে  ভারত-আয়ারল্য়ান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচ?
Disney+Hotstar অনলাইনে সরাসরি এই ম্য়াচের সম্প্রচার করবে। বিশ্বকাপের সব ম্য়াচই অনলাইনে দেখা যাবে এখানেই।

বিশ্বকাপে ভারতের ১৫ সদস্য়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। রিজার্ভে রয়েছেন: শুভমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ ও আবেশ খান।

আরও পড়ুন: Sourav Ganguly: ‘রোহিত-বিরাটের স্ত্রীদের…’! সৌরভের কথায় হাজার ভোল্ট, ভারতীয় ক্রিকেটকে ভাববেই…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *