- দ্বিতীয় রাউন্ড গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ২,২৫৩ ভোট এগিয়ে।
- প্রথম রাউন্ড গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১৭৭৭ ভোটে এগিয়ে।
২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফল
রাজনৈতিক দল | প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট |
তৃণমূল কংগ্রেস | মিমি চক্রবর্তী | ৬৮৮,৪৭২ |
বিজেপি | অনুপম হাজরা | ৩৯৩,২৩৩ |
সিপিআইএম | বিকাশরঞ্জন ভট্টাচার্য | ৩০২,২৬৪ |
যাদবপুরের লাল দুর্গে একটা সময় পালাবদলের ঝড় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিহাস তৈরি হয়েছিল সেদিনই, যেদিন সিপিএমের দাপুটে নেতা তথা লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও যাদবপুর লোকসভা কেন্দ্রে যুব নেতা-নেত্রীদের লড়াইয়ের দিকে নজর সকলের। ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তাঁর জায়গায় লড়াইয়ের ময়দানে সায়নী ঘোষ।
রাজ্যের শাসক দলের প্রার্থী সায়নী যেমন মাটি আঁকড়ে প্রচার চালিয়েছেন, তেমনই বামনেতা সৃজন ভট্টাচার্য থেকে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও লড়াইয়ে ময়দানে একে-অন্যকে জোর টক্কর দিয়েছে বলা চলে। তবে শেষ পর্যন্ত জয়ের মুকট কার মাথায় সেটাই দেখার।