কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ফলাফল ২০২৪: পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসন কৃষ্ণনগর। নদিয়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এর অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, ছাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ধারাবাহিত ভাবে জিতে আসছে। ২০০৪ সালে এই কেন্দ্র শেষবার পকেটে পুরতে পেরেছিল বাম। ১৯৯৯ সালে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল। তার আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দীর্ঘ বছর ধরে ছিল বামেদের দখলে ছিল। ধারে ও ভারে কিছুটা হলেও কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি ও বামের পুরনো সংগঠন আছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য দাঁড় করিয়ে বিজেপি বড় চাল খেলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। সেটা ইভিএমে কতটা প্রতিফলিত হয়, তার উত্তর কিছুক্ষণ পরই মিলবে।
রইল লাইভ আপডেট
- কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এগিয়ে ৭,২৭৫ ভোটে
- সকাল ১১টা পর্যন্ত, এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
২০২৪ সালে কৃ্ষ্ণনগর লোকসভা নির্বাচনের ফল
দল | প্রার্থী | প্রাপ্ত ভোট |
তৃণমূল | মহুয়া মৈত্র | |
বিজেপি | অমৃতা রায় | |
সিপিআইএম | এম এস সাদী |
২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল
দল | প্রার্থী | কত ভোট পান? | ভোট শতাংশের হিসাব |
তৃণমূল | মহুয়া মৈত্র | ৬১৪,৮৭২ | ৪৫% |
বিজেপি | কল্যাণ চৌবে | ৫৫১,৬৫৪ | ৪০.৩৭% |
সিপিআই (এম) | ডাঃ শান্তনু ঝাঁ | ১২০,২২২ | ৮.৮০% |
কংগ্রেস | ইন্তাজ আলি শাহ | ৩৮,৩০৫ | ২.৮% |
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা আসনে তৃণমূল জিতেছিল ৬৩ হাজার ২১৮ ভোটে।
চলতি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে নজর তৃণমূল-বিজেপি ও বাম প্রার্থীর দিকে। কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে আবারও লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের লড়েছেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। ভারতের কমিউনিস্ট পার্টির তরফে লড়াই করেছেন এস এম সাদী। চলতি নির্বাচন চতুর্থ দফায় ১৩ মে ভোটগ্রহণ হয়েছিল কৃষ্ণনগরে।