Malda North Lok Sabha Election Result Live: মালদা উত্তরে ত্রিমুখী লড়াই, জয়ের ব্যাটিং ধরে রাখবেন বিজেপির খগেন না ঝড় তুলবেন তৃণমূলের প্রসূন? – malda north lok sabha election result 2024 khagen murmu vs prasun banerjee live update


৫৪৩টি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্য়ে একটি মালদা উত্তর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০১৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে মালদা লোকসভা কেন্দ্রটি মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিভক্ত হয়ে যায়। বহু বছর ধরে মালদহ উত্তর কংগ্রেসের ‘দুর্গ’ হিসেবে অটুট ছিল। ২০০৯ সালে নতুন কেন্দ্র গঠন হতেই কংগ্রেসের প্রতীকে মালদা উত্তরে জয়লাভ করেছিলেন গনি খানের ভাগ্নি মৌসম বেনজির নুর। সেবার লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোর টক্কর হয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৪৭ শতাংশ ভোট। তাঁর বিপরীতে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইলেন সরকার। ৩ লাখ ৮০ হাজার ১২৩ ভোট পেয়ে ৪১ শতাংশ ভোট কাস্তে হাতুড়ির ঘরে টেনেছিলেন বাম প্রার্থী সাইলেন।রইল লাইভ আপডেট
সকাল ১০টা ১৫, এগিয়ে বিজেপির খগেন মুর্মু

২০২৪ সালে ভোটের ফল

দল প্রার্থী কত ভোট পেলেন?
কংগ্রেস মোস্তাক আলম
বিজেপি খগেন মুর্মু
তৃণমূল কংগ্রেস প্রসূন বন্দ্যোপাধ্যায়

এক নজরে ২০১৯-এর ফলাফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট ভোট শতাংশ
বিজেপি খগেন মুর্মু ৫০৯,৫২৪ ৩৭.৭১%
তৃণমূল কংগ্রেস মৌসম নূর ৪২৫,২৩৬ ৩১.৩৯%
কংগ্রেস ঈশা খান চৌধুরী ৩০৫,২৭০ ২২.৫৩%
সিপিআইএম বিশ্বনাথ ঘোষ ৫০,৪০১ ৩.৭২%

২০১৪ সালেও মৌসম হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন। উনিশের লোকসভা নির্বাচনে হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াই হয়। ভোট ভাগাভাগিতে বিজেপির খগেন মুর্মু জয়লাভ করেন। একদা কংগ্রেসের দুর্ভেদ্যঘাঁটি গেরুয়া আবরণে ঢাকা পড়ে যায়। এবার কি রংবদল ঘটবে? নাকি ত্রিমুখী লড়াইয়ের কাঁধে ভর করে আরও একবার বৈতরণী পার হবেন খগেন? তারই উত্তর মিলবে কিছু সময় পর।

আপডেট পেতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *