Mamata Banerjee : জোড়াফুল এজেন্টদের মাথা ঠান্ডা রাখার বার্তা দলনেত্রীর – lok sabha election result 2024 cm mamata message to booth agents stay counting center with a cool mood


এই সময়: রেজ়াল্ট আউটের আগে ঠান্ডা মাথায় কাউন্টিং সেন্টারে থাকতে দলের এজেন্টদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলীয় এজেন্টদের সতর্ক থাকতেও বলেছেন তৃণমূলনেত্রী। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই সোমবার জোড়াফুলের কাউন্টিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়েছে। আসানসোলের রবীন্দ্র ভবনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এই কেন্দ্রের জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, সাংগঠনিক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে এজেন্টদের নিয়ে বৈঠক চলার সময়ে মলয়কে ফোন করেন মমতা।কাউন্টিং সেন্টারে জোড়াফুলের যে এজেন্টরা থাকবেন, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। বুথ ফেরত সমীক্ষায় বিবিধ পূর্বাভাস দেখানো হলেও মমতার পর্যবেক্ষণ, বাংলায় তৃণমূলই জয়ী হবে। তৃণমূলনেত্রী বলেন, ‘সব এজেন্ট যেন কাউন্টিং সিস্টেম সম্পর্কে অবহিত থাকেন।’ মমতার এই কথা শুনে নরেন্দ্রনাথ চক্রবর্তী দলনেত্রীকে আশ্বস্ত করে বলেন, ‘দিদি আসানসোলে জিতব। কোনও চিন্তা করবেন না।’

এজেন্টদের মনোবল তুঙ্গে রাখতে ঘাটালের জোড়াফুল প্রার্থী দেব দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ বার্তা দিয়েছেন। সারা রাজ্যে তৃণমূল খুব ভালো ফল করতে চলেছে বলে দাবি তারকা প্রার্থী দেবের। তাঁর বক্তব্য, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে তাঁর আশ্বাস, ‘আমরাই জিতছি।’

তৃণমূলের কাউন্টিং এজেন্টদের নিয়ে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে কাউন্টিং নিয়ে বিশদ নির্দেশ দেন তিনি। অভিষেকের নির্দেশ অনুযায়ী, এ দিন প্রতিটি লোকসভা কেন্দ্রেই এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবির করেন সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক জেলা সভাপতি, প্রার্থী ও সংশ্লিষ্ট লোকসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক।

প্রতিটি লোকসভা কেন্দ্রে জোড়াফুলের কাউন্টিং সংক্রান্ত প্রস্তুতির রিপোর্ট এ দিন রাতেই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, বিরোধী বিজেপি ও বামেরা গণনা কেন্দ্রে ঘুর পথে রাজ্যের ‘ডিরেক্টরেট অব সিকিউরিটি’র অফিসারদের ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে এ দিন অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ১২৯ জন ব্যক্তির নাম দিয়ে দাবি করেছেন, জেলা শাসকদের চাপ দেওয়া হচ্ছে, এঁদের গণনাকেন্দ্রে প্রবেশের জন্য অনুমতিপত্র ইস্যু করার জন্য।

এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। প্রয়োজনে এই ১২৯ জনের বিশদ তথ্য প্রকাশ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র শান্তনু সেন এ দিন বলেন, ‘গণনায় কারা কারচুপি করে, তা রাজ্যের মানুষ আগে দেখেছে। বিধানসভা নির্বাচনে কে গণনাকেন্দ্রে লোডশেডিং করিয়েছিল তা-ও মানুষ দেখেছে। এসব ম্যানিপুলেশন কেন্দ্রের শাসক দল করে।’

Abhishek Banerjee : শেষ ভোট কাউন্টিংয়ের আগে সিট ছাড়তে মানা এজেন্টদের, বার্তা অভিষেকের

গণনা কেন্দ্রে ভুয়ো এজেন্ট ঢোকানোর চেষ্টা হতে পারে বলে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এ দিন সেলিমের নেতৃত্বে বামেদের একটি প্রতিনিধি দল যায়। সেলিমের অভিযোগ, ‘প্রয়োজনের অতিরিক্ত কার্ড ইস্যু করে যাতে কাউন্টিং সেন্টারে লোক ঢোকানো না হয়, তা কমিশনকে দেখতে হবে। ভুয়ো এজেন্ট যাতে না ঢোকে, তা নিশ্চিত করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *