Murshidabad Lok Sabha Election Result 2024 Live: মুর্শিদাবাদে হারানো জমি ফিরে পাবে বাম না ধরে রাখবে ঘাসফুল? উত্তর কিছুক্ষণেই – murshidabad lok sabha election result 2024 mohammed salim vs abu taher khan


মুর্শিদাবাদ জেলায় একটি লোকসভা কেন্দ্র হল মুর্শিদাবাদ। এই লোকসভা কেন্দ্রটি গঠিত সাতটি বিধানসভা আসন নিয়ে। ছয়টি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। আর একটি বিধানসভা আসন নদিয়া জেলায়। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্র ছিল বামেদের দখলে। তবে বেশ কয়েকবার কংগ্রেসও এই আসনটি দখল করেছে। বর্তমানে এই লোকসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। ১৪ তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে। সেবার জয়ী হয়েছিলেন কংগ্রেসের আবদুল মান্নান হোসেন। ২০০৯ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। এরপরে ২০১৪ সালে তৃণমূলের ভোটবৃদ্ধির ফলে ধস নামে কংগ্রেসের ভোটব্যাঙ্কে। কেন্দ্রটির দখল নেয় সিপিএমের বদরুদ্দোজা খান।রইল লাইভ আপডেট
সকাল ১০টা ৩০, এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

২০২৪ সালে কৃ্ষ্ণনগর লোকসভা নির্বাচনের ফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট
সিপিআইএম মহম্মদ সেলিম
তৃণমূল আবু তাহের খান
বিজেপি গৌরীশংকর ঘোষ

একনজরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট ভোট শতাংশ
তৃণমূল আবু তাহের খান ৬০৪,৩৪৬ ৪১.৫৭
কংগ্রেস আবু হেনা ৩৭৭,৯২৯ ২৬
বিজেপি হুমায়ুন কবির ২৪৭,৮০৯ ১৭.০৫
সিপিআইএম বদরুদ্দোজা খান ১৮০,৭৯৩ ১২.৪৪

২০১৯ সালের নির্বাচনে তৃণমূলের ঝোড়ো হাওয়ায় কেন্দ্রটি হাতছাড়া হয় সিপিএমের । সাংসদ হন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *