Purulia Lok Sabha Election Result 2024 Live: পুরুলিয়ায় কার পক্ষে কুড়মিদের ভোট? চতুর্মুখী লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে? – purulia lok sabha election result 2024 santiram mahato vs jyotirmoy singh mahato


বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হল পুরুলিয়া। মূলত এখানে আদিবাসী কুড়মি সমাজের বাস। আদিবাসী ভোট বড় ফ্য়াক্টর এখানে। পুরুলিয়া লোকসভার সাতটি বিধানসভা আসন রয়েছে। পুরুলিয়ায় এবার লোকসভা ভোট চতুর্মুখী। তৃণমূল, বিজেপি বাদেও আসরে নেমেছে সিপিএম-কংগ্রেসের জোট এবং কুড়মি সমাজ। একসময় ফরোওয়ার্ড ব্লকের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল পুরুলিয়া। ২০১৪ সালের নির্বাচনে চতুর্থ স্থানে ছিল বিজেপি। জিতেছিল তৃণমূল। ২০১৯ সালে এই কেন্দ্রে কয়েকগুণ ভোট বাড়ে গেরুয়া শিবিরের। বড় মার্জিনে জেতে গেরুয়া শিবিরের জ্যোতির্ময় সিংহ মাহাতো ।২০২৪ পুরুলিয়া লোকসভা নির্বাচনের ফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট
তৃণমূল শান্তিরাম মাহাতো
বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো
কংগ্রেস নেপাল মাহাতো

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল
জয়ী বিজেপি প্রার্থী- জ্যোতির্ময় সিং মাহাতো
তৃণমূলের প্রার্থী ছিলেন- মৃগাঙ্গ মাহাতো
কংগ্রেসের প্রার্থী ছিলেন- নেপাল মাহাতো

এবারও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উপরই ভরসা রেখেছে গেরুয়া ব্রিগেড। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শান্তিরাম মাহাতো। কংগ্রেসের প্রার্থী নেপালদেব মাহাতো। দীর্ঘ দিন এই আসনের ‘দখলদার’ ফরওয়ার্ড ব্লকের (ফব) প্রার্থী আবার ধীরেন্দ্রনাথ মাহাতো। নির্দল হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন রাজ্যের আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। এবারও কি দুর্গ ধরে রাখতে পারবে বিজেপি? নাকি বিজেপিকে পরাস্ত করে ঘাসফুল ফুটবে পুরুলিয়ায়? উত্তর মিলবে কিছুক্ষণেই।

রিফ্রেস করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *