Raiganj Lok Sabha Election Result 2024 Live: রায়গঞ্জে অনেকটাই ব্যবধান বাড়াল তৃণমূল, কত ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী? – raiganj lok sabha election result 2024 kartick paul krishna kalyani ali imran ramz victor know the details


২০২৪ লোকসভা নির্বাচনের ফলঘোষণা এখন সময়ের অপেক্ষা। সাতদফা ভোটের শেষে দিল্লির মসনদে বসবে কে, জনগণের রায়ে মিলবে উত্তর। এবছর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র রায়গঞ্জ। উত্তরবঙ্গের এই কেন্দ্রে প্রার্থী তালিকা থেকে নির্বাচনের ময়দানে জমিয়ে লড়াই, সবদিক থেকেই উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের কৃষ্ণ কল্যাণী থেকে বিজেপির কার্তিক পাল। অন্যদিকে, বাম-কংগ্রেস জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আলি ইমরান রামজের (ভিক্টর)। সবমিলিয়ে চলছে জোর টক্কর। নির্বাচনী এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে? তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই।রইল লাইভ আপডেট

  • সকাল ১১:৪৫: প্রায় ৯৪৬৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী

  • সকাল ১১: ১৫: এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ৯৬০ ভোটে এগিয়ে তৃণমূল।

  • সকাল ১০:৩০: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ৭৪৬ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী

২০১৯ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের ফলাফল

রাজনৈতিক দল প্রার্থী প্রাপ্ত নম্বর
বিজেপি দেবশ্রী চৌধুরী ৫১১,৬৫২
তৃণমূল কংগ্রেস কানাইয়া লাল আগারওয়াল ৪৫১,০৭৮
সিপিআইএম মহম্মদ সেলিম ১৮৩,০৩৯

২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তবে এবার রায়গঞ্জে তাঁকে প্রার্থী করেননি দল। পরিবর্তে কলকাতা দক্ষিণ থেকে লড়েছেন তিনি। রাজনীতির ইতিহাসে বরাবরই চমক রেখেছে এই কেন্দ্র। ২০০৯ সালে দীপা দাশমুন্সি এই আসনে জিতে সাংসদ হন। শুধু তাই নয়, প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি এই আসনেই প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন।

রায়গঞ্জে এবার তৃণমূলের প্রার্থী ২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা আসনে জয়ী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ এলাকায় ‘ভিক্টর’ নামে পরিচিত। যিনি একটা সময় ছিলেন ফরওয়ার্ড ব্লকে। তাই সবমিলিয়ে লড়াই যে জেরদার সেকথা বলাই যায়। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অনেকগুলো বিধানসভায় ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। তাই এই আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নজর সকলের।

এই কেন্দ্রের সমস্ত আপডেটের জন্য রিফ্রেশ করতে থাকুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *