West Bengal By Election Result : রাজ্য জুড়ে ঘাসফুল ঝড়ের সঙ্গে ‘উপরি’, দুটি উপনির্বাচনেই জয় তৃণমূলের – tmc won bhagwangola and baranagar assembly by election


লোকসভা নির্বাচনে বাংলায় ধরাশায়ী বিজেপি। এর মাঝেই রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচন ছিল। সেখানেও ব্যাকফুটে বিজেপি। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা উপনির্বাচনে সহজ জয় তৃণমূলের। অন্যদিকে, বরানগর উপ নির্বাচনেও জয়ের পথে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।লোকসভা ভোটের পাশাপাশি গত ৭ মে ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রেয়াত হোসেন। অঞ্জু বেগম ছিলেন কংগ্রেসের প্রার্থী, বিজেপি প্রার্থী করেছিল ভাস্কর সরকারকে। এই কেন্দ্রে সহজ জয় পেল তৃণমূলই।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসন। লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে জয় পায় তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের অন্তর্গত বিধানসভাটিও নিজেদের হাতে রাখল তৃণমূল। ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। সেইবার প্রায় ৬৮.০৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। ফলত, উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে যায়। এই কেন্দ্র ধরে রাখল তৃণমূল।

দমদম-বরানগর, ঢোল-কাঁসরের যুগলবন্দিতে সায়ন্তিকা-সৌগত

অন্যদিকে, দমদম কেন্দ্রের বরানগর বিধানসভা উপনির্বাচন সংগঠিত হয় গত ১ জুন। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী সজল ঘোষের। শুরুর দিকে গণনায় এগিয়ে ছিলেন সজল ঘোষ। তবে, নির্বাচন কমিশনের শেষ আপডেট অনুযায়ী এই কেন্দ্রে ৮,০১৮ ভোটে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

যাদবপুর লোকসভা নির্বাচন ফলাফল: ‘ময়দানি যুদ্ধ’-এ বরাবরের ‘লড়কে লেঙ্গে’ মানসিকতার সুফল, যাদবপুরে আড়াই লাখের বেশি ভোটে জয়ী সায়নী
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে তাঁকে বাঁকুড়া থেকে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানটা হারতে হয়েছিল তাঁকে। হারলেও মাটি কামড়ে পড়ে থেকে রীতিমতো অফিস করে এলাকায় কাজ চালিয়ে গিয়েছেন তিনি। সেখানে লোকসভার টিকিট দেওয়া না হলেও তাঁকে বরানগর উপনির্বাচনে দাঁড় করানো হয়। সায়ন্তিকার বিপরীতে দাঁড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অন্যদিকে, সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ভূমিপুত্র হলেও এই লড়াইয়ে তৃতীয় স্থানেই থেকে গিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *