ভোটের প্রচার পর্বে বামেদের তরুণ মুখ দীপ্সিতার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঠান্ডা গরম বক্তব্য চলতে দেখা গিয়েছে। শ্রীরামপুরের ৩ বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেন দীপ্সিতা। পালটা দীপ্সিতাকে ‘মিস ইউনিভার্স’ বলেন কল্যাণ। এদিন ভোটের ট্রেন্ড দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে দীপ্সিতা বলেন, ‘দুর্নীতি ইসুতে ভোট হয়নি। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে তৃণমূলকে মানুষ বেছে নিয়েছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী নয়। আমরা ভাণ্ডার দিয়ে চাকরি বিক্রি করার বিরুদ্ধে। আমরা আবার মানুষের কাছে যাব।’
এদিকে সেই সময় দীপ্সিতাকে দেখে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। তাঁরা কার্যত আবদার করে দীপ্সিতাকে বলেন, ‘আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই।’ তৃণমূল কর্মীদের এহেন আবদারে কার্যত লজ্জা পেয়ে যান দীপ্সিতা। বারবার নমস্কার করতে থাকেন। আর একইসঙ্গে স্পষ্টই দীপ্সিতা জানিয়ে দেন, লালঝান্ডার সঙ্গেই থাকবেন তিনি।
উল্লেখ্য, এবারে প্রথম থেকেই জমে ওঠে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুরের ৩ বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইতে নামেন বিজেপির কবীর শংকর বসু ও বাম নেত্রী দীপ্সিতা ধর। প্রচারের শুরু থেকেই ময়দানে নেমে পড়ে ৩ প্রার্থী। তরুণ মুখ হিসেবে দীপ্সিতাকে ঘিরে ভোটারদের একাংশের মধ্য বেশ উচ্ছ্বাসও দেখা যায়। যদিও রাজনৈতিকমহলের একাংশ মনে করছে চেনা ময়দানে লড়াইটা কার্যত অনায়াসেই জিতে নেন কল্যাণ।