শ্রীরামপুর লোকসভা কেন্দ্র,’দিদিকে দিদির পাশে চাই’, রেজাল্টের দিনেই দীপ্সিতাকে তৃণমূলে যোগের প্রস্তাব – serampore lok sabha left front candidate dipsita dhar gets offer to join tmc


শ্রীরামপুরের লড়াইতে পিছিয়ে দীপ্সিতা ধর। তবে এরই মাঝে পেয়ে গেলেন তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান। ভোটের গণনার মাঝেই তৃণমূল কর্মীদের একাংশের আবেদন, ‘দিদিকে দিদির পাশে দেখতে চাই,আপনার মতো মানুষকে প্রয়োজন।’ তৃনমূল কর্মীদের এমন আবদার শুনে জবাবও দিলেন দীপ্সিতা।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলছে শ্রীরামপুর কলেজে। ইভিএম খোলার পর থেকে সময় যত এগিয়েছে ততই তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপির কবীর শংকর বোস ও সিপিআইএম-এর দীপ্সিতা ধরের থেকে এগিয়ে যেতে থাকেন। প্রতি রাউন্ডের শেষেই দেখা যায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবধান। দশ-বারো রাউন্ড গণনা শেষে দেখা যায় ব্যবধান প্রায় লক্ষাধিক ভোটের। ব্যবধান যত বেড়েছে ততই সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে শ্রীরামপুরের আকাশ। আর এরই মাঝে এমন আহ্বান।

ভোটের প্রচার পর্বে বামেদের তরুণ মুখ দীপ্সিতার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঠান্ডা গরম বক্তব্য চলতে দেখা গিয়েছে। শ্রীরামপুরের ৩ বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে কটাক্ষ করেন দীপ্সিতা। পালটা দীপ্সিতাকে ‘মিস ইউনিভার্স’ বলেন কল্যাণ। এদিন ভোটের ট্রেন্ড দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে দীপ্সিতা বলেন, ‘দুর্নীতি ইসুতে ভোট হয়নি। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে তৃণমূলকে মানুষ বেছে নিয়েছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী নয়। আমরা ভাণ্ডার দিয়ে চাকরি বিক্রি করার বিরুদ্ধে। আমরা আবার মানুষের কাছে যাব।’

এদিকে সেই সময় দীপ্সিতাকে দেখে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। তাঁরা কার্যত আবদার করে দীপ্সিতাকে বলেন, ‘আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই।’ তৃণমূল কর্মীদের এহেন আবদারে কার্যত লজ্জা পেয়ে যান দীপ্সিতা। বারবার নমস্কার করতে থাকেন। আর একইসঙ্গে স্পষ্টই দীপ্সিতা জানিয়ে দেন, লালঝান্ডার সঙ্গেই থাকবেন তিনি।

উল্লেখ্য, এবারে প্রথম থেকেই জমে ওঠে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুরের ৩ বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইতে নামেন বিজেপির কবীর শংকর বসু ও বাম নেত্রী দীপ্সিতা ধর। প্রচারের শুরু থেকেই ময়দানে নেমে পড়ে ৩ প্রার্থী। তরুণ মুখ হিসেবে দীপ্সিতাকে ঘিরে ভোটারদের একাংশের মধ্য বেশ উচ্ছ্বাসও দেখা যায়। যদিও রাজনৈতিকমহলের একাংশ মনে করছে চেনা ময়দানে লড়াইটা কার্যত অনায়াসেই জিতে নেন কল্যাণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *