কী বলছে পুর কর্তৃপক্ষ?
এই বিষয়ে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটি মেরামতির জন্য কয়েকদিন ডায়মন্ড হারবার-কুকড়াহাটি ফেরি পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা। মেরামতির পর মঙ্গলবার ভোর থেকে আগের মতো এই ফেরি সার্ভিস চালু করতে পেরেছি। যাত্রী সাধারণ আগের মতোই এই নদী পথ ধরে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দুই এলাকার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।’
কখন চালু পরিষেবা?
মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে কুকুড়াহাটি থেকে ৪৫ জন যাত্রীকে নিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফেরি পরিষেবা। উল্টোদিকে এদিন সকাল ৬টায় ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির উদ্দেশ্যে ৬০ জন যাত্রী নিয়ে ছাড়ে প্রথম পরিষেবা। টানা পাঁচ দিন ফেরি পরিষেবা বন্ধ থাকার পর ফের তা চালু হওয়ায় যাতয়াতে অনেকটাই সুবিধা হল যাত্রীদের।
উল্লেখ্য, ফেরি পরিষেবা বন্ধ হওয়ার সময় সুতাহাটা থানার অফিসার ইন চার্জ সৌমিত্র দে বলেন, ‘ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের তরফে হলদিয়া মহকুমা শাসককে জানান হয়েছে যে, ডায়মন্ড হারবারের জেটি ঘাটটি নদীর জলের স্রোতে ভেঙে গিয়েছে। তাই ওই জেটি ঘাটটিকে ফেরি চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। সেটি মেরামতের কাজ শেষ হলে পুনরায় চালু হবে ফেরি পরিষেবা।’ যেহেতু নদীর উভয় পাড়ের বহু মানুষ এই ফেরি পরিষেবার উপর নির্ভরশীল, তাই হঠাৎ এই সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়তে হয় তাঁদের। তবে এবার সেই সমস্যার সমাধান হল।