Dilip Ghosh,’চক্রান্ত-কাঠিবাজি রাজনীতির অঙ্গ’, পরাজয়ের পরেই কাকে নিশানা দিলীপের? – dilip ghosh big comment after being defeated in lok sabha election


বর্ধমান-দুর্গাপুর আসনে পরাজিত দিলীপ ঘোষ। আর তার পরের দিনই বিস্ফোরক দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি।’ এর প্রেক্ষিতে ঠিক কার ‘কাঠিবাজি’র কথা তিনি বলতে চেয়েছেন, সেই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।’এরপরেই দিলীপ আরও বলেন, ‘এই ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়েই আমাদের এগোতে হবে, জিততে হবে। আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়! তাহলে পরবর্তীকালে তাদের কাজে লাগান খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও দলের প্রতি, নেতৃত্বের প্রতি আস্থা চলে যাবে। এটা চিন্তাভাবনা করা উচিত।’

উল্লেখ্য কিছুদিন আগেই দলের একাংশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। কিছুদিন আগে দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা-চক্রে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে সময় কম, কে ঠিক করছে কর্মসূচি? খোঁজ নিয়ে দেখব।’ এমনকী কয়েকদিন আগে দিলীপকে এও দাবি করতে শোনা যায় যে, বিজেপিতে এমন লোক রয়েছে যারা দলকে ব্ল্যাকমেল করে টাকা তোলে।

যদিও দিলীপের এই মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ কিছুই বলতে চায়নি বিজেপি। এই বিষয়ে বিজেপি মুখপাত্র রাধিকা ভট্টাচার্য শাহ বলেন, ‘এটা ওঁর মতামত, ওঁর বিচারধারা। তিনি যে ভাবে পর্যবেক্ষণ করেছেন সেটাই বলেছেন।’ অন্যদিকে আবার এই প্রসঙ্গে মুখ খুলছে রাজ্যের শাসকদলও। তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘দিলীপ ঘোষকে যে ভাবে অপমান করা হয়েছ, তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া, সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া, জেতা আসন থেকে সরিয়ে দেওয়া, দলীয় দফতরে তাঁর ঘর বন্ধ করে দেওয়া… ক্রমাগত তাঁকে অপমান করা হয়েছে, তিনি আগে ভেবে দেখুন আগামীদিনে এই দলটি আর করবেন কি না?’

তবে দিলীপের এই মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরের গোষ্ঠীকোন্দলের অভিযোগ নতুন নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদেরও কেউ কেউ মনে করেন, দলেরই একাংশের সক্রিয়তায় অতীতে ‘ডানা ছাঁটা’ হয় দিলীপ ঘোষের। আর দিলীপের এদিনের মন্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটে হেরে কি তবে এবার তাঁদের বিরুদ্ধেই সরব দিলীপ ঘোষ? তুঙ্গে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *