বাংলা সিনেমার সুপারস্টার জিৎ গত বছর মানুষ সিনেমার পর আবারও দর্শকের জন্য বড় পর্দায় সিনেমা নিয়ে আসতে চলেছেন। এবারে একেবারে কমেডি জোনে ফিরে গিয়েছেন তিনি (Jeetz Filmworks)। সৌভিক কুণ্ডু পরিচালিত বুমেরাং সিনেমায় এই প্রথমবার একসাথে অভিনয় করতে দেখা যাবে জিৎ ও রুক্মিণীকে। বাংলায় এমন ছবি আগে কেউ দেখেননি। রোবট নিয়ে সিনেমা করার সাহস দেখালেন প্রযোজক জিৎ (Boomerang Promotion)। এই দাবি নিয়েই ৭ জুন বড় পর্দায় আসতে চলেছেন দুই তারকা। তার আগেই এই সময় ডিজিটালের সঙ্গে জমল আড্ডা। সিনেমার শ্যুটিং থেকে সিনেমার বিষয়বস্তু নিয়ে খোলামেলা আলোচনা করলেন জিৎ ও রুক্মিণী। আসুন দেখে নেওয়া যাক এই এক্সক্লুসিভ ভিডিয়ো।