Kolkata Metro New Rakes,চওড়া গেট-আরও ভালো এসি, খোলনলচে ভোল বদলাচ্ছে কলকাতা মেট্রোর – kolkata metro rail trying to bring new rakes with various features


কলকাতা মেট্রোর জন্য বড় খবর। দু’টি নতুন রেক (এনআর-৫১৩ এবং এনআর-৫১৪), যা ডালিয়ান রেক নামে পরিচিত, সম্প্রতি পৌঁছেছে কলকাতা মেট্রোর নোয়াপাড়া কারশেডে। এই রেকগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং কলকাতা মেট্রোর সফর আরও আনন্দদায়ক করতে এই রেকগুলিতে রয়েছে বিশেষ বৈশিষ্ট। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই রেকগুলির দরজা বর্তমান এসি রেকের তুলনায় ১০০ মিমি চওড়া। এছাড়াও রয়েছে বিশেষ আসনের ব্যবস্থা, উন্নত এয়ার কন্ডিশনার ব্যবস্থা, শব্দ কমানোর সুবিধা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা।ওই প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো আরও জানাচ্ছে, এই রেকগুলির চওড়া দরজা ব্যস্ত সময়ে যাত্রীদের ঢোক ও বের হওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি এই রেকগুলির উন্নত ফিচার দেবে ঝাঁকুনি-মুক্ত সফর। কোচের অভ্যন্তরে সিসিটিভি কভারেজ, মড্যুলার এবং চওড়া ভেস্টিব্যুল, বর্ধিত বসার জায়গা সহ প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য স্পেশ্যালি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এছাড়াও থাকছে, সুন্দরভাবে সাজান ইন্টিরিয়র, উন্নত এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি, আউট সাইড ইন্ডিকেশন ল্যাম্প, অ্যালার্ম ডিভাইস, উজ্জ্বল বহুভাষিক ডিসপ্লে বোর্ড, হুইল চেয়ার পার্কিংয়ের ব্যবস্থা সহ বেশকিছু সুবিধা।

এই রেকে রয়েছে আরও কিছু সুবিধা। সেক্ষত্রে এই রেকগুলির প্রযুক্তগত বৈশিষ্টের মধ্যে রয়েছে রেইন ওয়াটার চ্যানেল, পেইন্ট-মুক্ত স্টেইনলেস স্টিল কার বডি, সাইড স্টপার সহ উন্নত চ্যানেল যুক্ত দরজা। এই রেক অনেক বেশি পরিবেশবান্ধব হবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এদিকে এই রেকের সুরক্ষা ব্যবস্থাও ভীষণই উন্নত। এতে রয়েছে ডিস্ক ব্রেক সিস্টেম, স্ট্র্যাপ সহ নিয়ন্ত্রিত ডিসচার্জ অগ্নি নির্বাপক, বিস্তৃত ইভাক্যুয়েশন ডোর এবং অ্যান্টি-স্কিড রাবার ফ্লোরিং সহ ইভাক্যুয়েশন র‌্যাম্প। এই ধরনের ফিচার অবশ্যই যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে।

মেট্রো জানাচ্ছে, বৃহস্পতিবার ভারত সরকারের বৈদ্যুতিক পরিদর্শক (EIG) বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা করে দেখার জন্য নতুন একটি রেকের (MR-513) পরিদর্শন করবেন। অন্যান্য রেকের ইআইজি পরিদর্শনও খুব তাড়াতাড়িই হবে বলে জানা যাচ্ছে। সমস্ত পরিদর্শন শেষে এই রেকগুলি মেট্রোয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানাচ্ছে মেট্রো। উল্লেখ্য যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ করে থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয় বর্তমানে একাধিক রুটেও চলছে মেট্রো। আর এবার নতুন ধরনের এই রেক মেট্রোয় সামিল হলে তা যাত্রীদের আরও সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *