Lok Sabha Election Result 2024 : বহু বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল লোকসভার রেজাল্টে – west bengal political equation change after lok sabha election 2024 result out


এই সময়: লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে রাজ্যের বহু বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল। গত বিধানসভা ভোটে যে সব জায়গায় বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে বেশ কিছু কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে গেল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের হাতে থাকা বেশ কিছু আসনে লিড নিয়েছে বিজেপিও। আগামী দিনে এই ফলের সুদুরপ্রসারী প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।এখনও পর্যন্ত লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক যে ফলাফল পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, মেদিনীপুর লোকসভায় শুধুমাত্র খড়্গপুর সদর বিজেপি’র হাতে ছিল। কিন্তু লোকসভা ভোটে খড়্গপুর সদর, মেদিনীপুর এবং এগরা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে গিয়েছে। ঘাটাল লোকসভায় বর্তমানে বিজেপি’র একজন বিধায়ক রয়েছেন। কিন্তু লোকসভায় সবকটাতেই এগিয়ে তৃণমূল।

বর্ধমান-দুর্গাপুর লোকসভার মধ্যে দুর্গাপুর পশ্চিমে বিজেপি’র বিধায়ক রয়েছেন। সেই কেন্দ্রে এবার বিজেপি’কে টেক্কা দিয়েছে তৃণমূল। বাকি সবকটি আসনেও এগিয়ে শাসক দল। আসানসোল লোকসভায় বিধানসভা ভিত্তিক রাজনৈতিক সমীকরণও একই রয়েছে।

অন্যদিকে, বীরভূমের বোলপুর লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে গিয়েছে তৃণমূল। এতদিন দুবরাজপুর বিধানসভা আসনটি বিজেপি’র দখলে ছিল। লোকসভা ভোটে এবার সেখানে পিছিয়ে পড়েছে তারা। উত্তরবঙ্গের কোচবিহারে গত বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছিল বিজেপি। শুধুমাত্র সিতাই বিধানসভাটি তৃণমূলের দখলে ছিল। বাকি ছ’টি আসনে বিজেপি জিতেছিল।

কিন্তু লোকসভায় সিতাই, দিনহাটা, শীতলকুচি, এই তিনটি আসনে এগিয়ে তৃণমূল। বাকিগুলিতে এগিয়ে বিজেপি। শুধুমাত্র সিতাইয়ে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া লিড নিয়েছেন ২৯ হাজারের। এদিকে, উত্তর বনগাঁ লোকসভার স্বরূপনগর আসনে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। বিধানসভায় তাঁর লিড ছিল প্রায় ৫০ হাজার। সেখানে এবার পিছিয়ে পড়েছে বিজেপি।

দার্জিলিংয়ের কালিম্পং বিধানসভা জিতেছিলেন অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি। লোকসভা ভোটে সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। অন্যান্য বিধানসভায় অবশ্য ফলাফল একই রয়েছে। রানাঘাট লোকসভার মধ্যে শুধুমাত্র নবদ্বীপ ও শান্তিপুরে তৃণমূলের বিধায়ক রয়েছেন। বাকি পাঁচটিতে বিজেপি’র বিধায়ক আছেন। কিন্তু লোকসভায় তৃণমূল এগিয়ে রয়েছে শুধুমাত্র নবদ্বীপ বিধানসভায়। বাকি বিধানসভায় বিজেপি’র লিড বেশি।

জলপাইগুড়ি লোকসভা মধ্যে রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর এবং মালবাজারে তৃণমূলের বিধায়ক রয়েছেন। লোকসভার ফলাফলের বিচারে সেই সব জায়গায় পিছিয়ে পড়েছে তৃণমূল। রায়গঞ্জের ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি বিধানসভা তৃণমূলের দখলে ছিল। তার মধ্যে ইসলামপুর, গোয়ালপোখরে লোকসভা ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে তৃণমূল। চাকুলিয়ায় লিড পেয়েছে কংগ্রেস। করণদিঘিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জও বিজেপি’র দখলে ছিল।

লোকসভায় ভোট বেশি, কম পোলিং বিধানসভায়! ব্যতিক্রমী বরাহনগর-ভগবানগোলা

সেখানে লিড ধরে রাখতে পেরেছে তারা। আলিপুরদুয়ার লোকসভার নাগরাকাটা বিধানসভায় এগিয়ে রয়েছে টিএমসি। বাকি বিধানসভায় এগিয়ে বিজেপি। পুরুলিয়া লোকসভায় বিজেপি এবং তৃণমূল তিনটি করে বিধানসভায় এগিয়ে আছে। ফল প্রকাশের পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, লোকসভা ভোটের বিচারে অন্তত ১০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, ভোটের চূড়ান্ত ফল হাতে আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *