২০১৯-এর লোকসভায় বাংলা থেকে বিজেপির ১৮ আসন সবাইকে অবাক করে দিয়েছিল। এরপরই তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রাপ্ত আসন মোটামুটি ২০২৪-এর লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চব্বিশের লড়াইয়ের তৃণমূল নিজেদের ভীত শক্ত করেছিল সেদিনই। লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার ফলাফল- তৃণমূল ২৯ আসন, ১২ আসন বিজেপি এবং ১ কংগ্রেস।
Source link
