Mamata Banerjee Poem,‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও’, বিশ্ব পরিবেশ দিবসে কবিতা ভাগ করে নিলেন মমতা – mamata banerjee shared her poem to give message on world environment day


সবেমাত্র লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলায় সবুজ ঝড় দেখা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে। এদিকে, আজ বিশ্ব পরিবেশ দিবস। বাংলার সুবজ রক্ষায় বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তুলে ধরলেন তাঁর নিজের লেখা কবিতাও।লোকসভা নির্বাচন মেটার পর রাজ্যবাসীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় মমতা বলেন, ‘আমাদের কোনও কৃতিত্ব নেই, সবটাই মানুষের কৃতিত্ব।’ পাশাপাশি গোটা দেশে ইন্ডিয়া জোটের ভালো ফল করার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘এই জয় INDIA-র, এই জয় আমাদের দেশের, আমাদের মা-বোনেদের।’ জয়ের আনন্দে সুবজ আবির খেলা চলে বিভিন্ন এলাকায়।

আজ, বুধবার বিশ্ব পরিবেশ দিবস। সবুজায়নের বার্তা দিচ্ছে গোটা বিশ্ব। পরিবেশ রক্ষার্থে মমতা এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ‘কবিতা বিতান’ থেকে স্বরচিত কবিতা শেয়ার করেন। কবিতার এক জায়গায় তিনি লেখেন, ‘ওরাও তো খেলতে চায়/ ওরাও তো আলো দেখায়, তাই ওদের বুকে এসো সোনা ঝরাও /সবুজ বাঁচাও, সবুজ দেখাও।’

বিশ্ব পরিবেশ দিবসের দিন মমতার বার্তা, সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছাও জানান সকলকে। বস্তুত, তৃণমূল কংগ্রেসের দলীয় রঙ হল সবুজ। গতকালই সবুজ ঝড় উঠেছে বাংলায়।

Mamata Banerjee: ‘প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন, ওঁর পদত্যাগ করা উচিত’

বস্তুত, বাংলার বিভিন্ন উৎসব উদযাপনের সময় কলম ধরতে দেখা যায় তাঁকে। বিভিন্ন ঘটনায় প্রতিবাদের সময়ও নিজের লেখা কবিতা মানুষের সমানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবসেও পরিবেশ রক্ষার্থে মানুষকে বার্তা দিতে তাঁর কলম থেকে উঠে আসা কবিতা শেয়ার করলেন। ।

Election Result 2024 Lok Sabha : নীতিগত ভাবে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: মমতা
এর আগে গত বছর লক্ষী পুজোর সময় একটি কবিতা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। কলম ধরেছেন গত বছর করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময়ও। নিজের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের মাঝেও সময় বের করে নিয়ে মাঝেমধ্যেই কবিতা লেখাটা তাঁর অভ্যাস।
তাঁর লেখা ৯৪৬টি কবিতা সংকলন নিয়ে এর আগে কবিতা বিতান বই প্রকাশিত হয়েছে। রাজনৈতিক, সামাজিক বিষয়ে তাঁর বিভিন্ন প্রবন্ধ, লেখালিখি প্রকাশিত হয়েছে বই আকারে। তাঁর লেখা বইয়ের বিশাল চাহিদা থাকে প্রতি বছর বই মেলাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *