আজ, বুধবার বিশ্ব পরিবেশ দিবস। সবুজায়নের বার্তা দিচ্ছে গোটা বিশ্ব। পরিবেশ রক্ষার্থে মমতা এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ‘কবিতা বিতান’ থেকে স্বরচিত কবিতা শেয়ার করেন। কবিতার এক জায়গায় তিনি লেখেন, ‘ওরাও তো খেলতে চায়/ ওরাও তো আলো দেখায়, তাই ওদের বুকে এসো সোনা ঝরাও /সবুজ বাঁচাও, সবুজ দেখাও।’
বিশ্ব পরিবেশ দিবসের দিন মমতার বার্তা, সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছাও জানান সকলকে। বস্তুত, তৃণমূল কংগ্রেসের দলীয় রঙ হল সবুজ। গতকালই সবুজ ঝড় উঠেছে বাংলায়।
বস্তুত, বাংলার বিভিন্ন উৎসব উদযাপনের সময় কলম ধরতে দেখা যায় তাঁকে। বিভিন্ন ঘটনায় প্রতিবাদের সময়ও নিজের লেখা কবিতা মানুষের সমানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবসেও পরিবেশ রক্ষার্থে মানুষকে বার্তা দিতে তাঁর কলম থেকে উঠে আসা কবিতা শেয়ার করলেন। ।
এর আগে গত বছর লক্ষী পুজোর সময় একটি কবিতা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। কলম ধরেছেন গত বছর করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময়ও। নিজের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের মাঝেও সময় বের করে নিয়ে মাঝেমধ্যেই কবিতা লেখাটা তাঁর অভ্যাস।
তাঁর লেখা ৯৪৬টি কবিতা সংকলন নিয়ে এর আগে কবিতা বিতান বই প্রকাশিত হয়েছে। রাজনৈতিক, সামাজিক বিষয়ে তাঁর বিভিন্ন প্রবন্ধ, লেখালিখি প্রকাশিত হয়েছে বই আকারে। তাঁর লেখা বইয়ের বিশাল চাহিদা থাকে প্রতি বছর বই মেলাতে।