Nadia News,তৃণমূলের যুব নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, ব্যাপক আতঙ্ক শান্তিপুরে – bombing allegedly in front of tmc leader house at shantipur


মঙ্গলবারই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর সেই দিন রাতেই তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্ড কমিটির সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। আরও একটি বোমা পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।ঘটনায় ইন্দ্রজিৎ বিশ্বাস নামে তৃণমূলের ওই যুব সভাপতির বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে ইন্দ্রজিতের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মঙ্গলবার রাতে ঘটনার সময় বাড়িতে কোনও পুরুষ ছিল না। আর সেই সুযোগেই কেউ বা কারা বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শব্দ শুনে ছুটে যান স্থানীয় লোকজনও। একইসঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। এরপর শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছপড়ে থাকা আরও একটি বোমা উদ্ধার করে নিয়ে যায়।

আতঙ্কে গোটা পরিবার

এই ঘটনায় ইন্দ্রজিৎ বিশ্বাসের স্ত্রী অনুশ্রী বিশ্বাস বলেন, ‘আমার ৭ মাসের ছোট বাচ্চা রয়েছে। ঘটনার সময় বাচ্চাটা ঘুমচ্ছিল। বাড়ি ও বাড়ির আশেপাশে পুরো ধোঁয়ায় ভরে যায়। আর বাড়ির সামনেই বোমা পড়েছে। আমার স্বামী তৃণমূলের সঙ্গে যুক্ত। ঘটনার ব্যাপক আতঙ্কে রয়েছি। তবে অতীতে তাঁর স্বামীকে কোনওদিন কোনও হুমকি দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। পাশাপাশি এই ঘটনার সঙ্গে ভোটের ফলাফল বা রাজনৈতিক কোনও যোগাযোগ রয়েছ কি না, সেই বিষয়েও কিছু বলতে পারেননি ইন্দ্রজিতের স্ত্রী।

তদন্ত শুরু পুলিশের

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার প্রাক্তন কাউন্সিলর শাজাহান শেখ। তিনি বলেন, ‘আমাদের যুব সভাপতি ইন্দজিৎ বিশ্বাস আমায় ফোন করে জানাল যে তার বাড়িতে বোমা পড়েছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। পুলিশ আসে। তবে কে বা কারা বোমা ফেলেছে তা জানা যায়নি। দু’টো বোমা পড়েছে। একটা ফেটেছে। আর একটা পড়ে ছিল। সেটা পুলিশ নিয়ে গিয়েছে।’ তবে ভোটের ফলাফলের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের পরেই জানা যাবে বলে মনে করেন শাজাহান। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা। আতঙ্কে রয়েছে বিশ্বাস পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *