Shankaracharya On Modi: আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে, শেষ হয়ে গেছে, মোদীর রামমন্দির উদ্বোধন ঠিক হয়নি: শঙ্করাচার্য


প্রসেনজিৎ মালাকার: ‘প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি, অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে’, বোলপুরে প্রবচন দিতে এসে বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে যারা টক্কোর নিয়েছে শেষ হয়ে গিয়েছে, মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া’। অর্থাৎ লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য। যোগী আদিত্যনাথকেও এক হাতে নেন তিনি৷ 

বোলপুরে ৩ দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। দীক্ষা দেওয়া হয়, প্রবচন, পুজার্চনার কর্মসূচি রয়েছে তাঁর। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর এই শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি৷ 
এদিন, তাঁকে প্রশ্ন করা হয়, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সঠিক বিধি মেনে হয়নি বলেছিলেন৷ অযোধ্যায় বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিনাম?

পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, ‘অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না৷ অযোধ্যাবাসী যে সহমত নয়, তা বুঝিয়ে দিল৷ অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হত রাজনেতা হওয়ার কারনে তাঁর রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।”

পুরীর শঙ্করাচার্য আরও বলেন, ‘এই রকম মনে করেছিল যদি কংগ্রেসের শাসন হয়, রাম মন্দির সরিয়ে দেওয়া হবে। এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রথমে মোদিজী কংগ্রেসকে দুর্বল মনে করত এই নির্বাচনের আগে৷ আর মনে করবে না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে, লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিল, মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আকাশকে কি ঘুসি মারা যায়, আমরা সেই জায়গায় আছি। যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিল। তবে মুঝসে জো টকরায়েংগে চুর চুর হো জাগেংগে৷ এই রকম কথা আছে।’

অর্থাৎ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ ও বিজেপিকে এক হাতে নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *