Tmc Candidate Kirti Azad,‘ভোকাল টনিকে প্রচার পেলেও জেতা যায় না’, দিলীপকে কটাক্ষ কীর্তির – lok sabha election results 2024 bardhaman durgapur tmc candidate kirti azad criticises dilip ghosh


রূপক মজুমদার, বর্ধমান
জয়ের শংসাপত্র হাতে নিয়ে প্রতিদ্বন্দ্বীকে ‘ছক্কা’ মেরে যেন মাঠের বাইরে উড়িয়ে দিলেন কীর্তি আজাদ। বললেন, ‘ভোকাল টনিকে সংবাদমাধ্যমে ছবি ছাপানো যায়, প্রচার পাওয়া যায় কিন্তু, জেতা যায় না। মহিলাদের অসম্মান করার ফল উনি পেয়ে গিয়েছেন।’তিনি জিতছেন এই আশায় মঙ্গলবার সকাল থেকে ইউআইটি গণনাকেন্দ্রের কিছু দূরে সরাইটিকর মোড়ে তৃণমূলের ক্যাম্পে জমা করা হয় কয়েক বস্তা সবুজ আবির। পোস্টাল ব্যালটের পর ইভিএমের গণনা শুরু হতেই তরতর করে এগোতে শুরু করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ক্রমশ সেই ব্যবধান বেড়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায় মার্জিন।

তবে দ্বিতীয় রাউন্ডের ফলপ্রকাশের পর থেকেই আবির খেলা শুরু করে দেন সমর্থকরা। সঙ্গে বেজেছে ‘বাংলা বিরোধীদের বিসর্জন’-এর গান। তৃতীয় রাউন্ডে ২৫ হাজার ভোটে এগিয়ে থাকার পরেই গণনাকেন্দ্রের বাইরে আসেন কীর্তি। ফোন করতে থাকেন আত্মীয়-পরিজন থেকে দলীয় নেতৃত্বকে। কিছু দূরে তখন বাজির শব্দ। স্ত্রীকে ফোন করে নিজের জয়ের দিকে এগিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

‘জয় নয়, মার্জিন নিয়ে ভাবছি’, দিলীপকে ‘ক্লিন বোল্ড’ করা নিয়ে আত্মবিশ্বাসী কীর্তি

বলেন, ‘আমার অসুস্থ স্ত্রীকে নিয়েও নোংরা মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ। এত কর্মীর কঠোর পরিশ্রম আর ভালোবাসায় তৃণমূল জিততে চলেছে।’ তখনই কিছুটা দূরে দেখা যায় দিলীপ ঘোষকে। থমথমে চোখ-মুখ। গণনাকেন্দ্রে ঢোকার মুখে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হয়েছে তাঁকে। প্রথম থেকেই পিছিয়ে থাকা দিলীপ ঘোষ বলেন, ‘এখনও আশা রাখছি। দেখা যাক। সবে তো তিন রাউন্ড হলো।’

এর পর একবারের জন্যও বাইরে আসেননি দিলীপ। জয়ের শংসাপত্র নেওয়ার সময়ে সংবাদমাধ্যম যখন কীর্তি আজাদের ছবি তুলতে ব্যস্ত তখন কার্যত নিঃশব্দে বেরিয়ে যান দিলীপ ঘোষ। শংসাপত্র নিয়ে কীর্তি বলেন, ‘প্রথম থেকেই আমি দুর্গাপুর পূর্ব ও পশ্চিমে ভালো ফল করার উপরে জোর দিয়েছিলাম। আমাকে দলের সিনিয়র নেতারা সাহায্য করেছেন। সব শেষে মমতাদিদি। তাঁর জন্যই আমার এই জয়।’ এদিন নিজের জয়ের মার্জিন বাড়ার সঙ্গে ফোনে খবর নিয়েছেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারেরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *