Trinamool Congress : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে হত্যা, চাঞ্চল্য নদিয়ায় – nadia police recovered a tmc worker dead body from chapra


সবেমাত্র ভোটপর্ব মিটেছে। এর মধ্যেই রাজনৈতিক হানাহানির খবর নদিয়া জেলায়। নদিয়া জেলার চাপড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, ওই ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন। মৃত তৃণমূল কর্মীর নাম মোসলেম সেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার কে. অমরনাথের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবদেন লেখা পর্যন্ত তিনি ফোন ধরেননি, এসএমএসের রিপ্লাই দেননি। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে স্থানীয় কারও শত্রুতা ছিল কিনা, নাকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা করা হল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।

ভোট মিটতেই নদিয়ার চাপড়ায় তৃণমূল কর্মী খুনেই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। নিহত তৃণমূল কর্মী মোসলেম সেখের বাড়ি চাপড়ার হাটরা গ্রামে। নদিয়ার চাপড়া থানার মাধবপুরের জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছনে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে মোসলেম বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জেবের শেখ। তবে তার বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কার্যকলাপের অভিযোগ আছে বলেও জানিয়েছেন অনেকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে মোসলেমকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যায়। যেসব ব্যক্তিরা তাঁকে ডাকতে গিয়েছিল, তাঁরা সকলেই মোসলেমের পরিচিত ছিল। মোসলেম বা়ড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুর খবর চাউর হয় গোটা এলাকায়। এরপরেই একটি মদের দোকানের পেছন থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে – এই দাবি নিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তৃণমূলের যুব নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, ব্যাপক আতঙ্ক শান্তিপুরে
ভোট মেটার পরেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর উঠে এসেছে। নদিয়া জেলাতেই শান্তিপুরে এই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠে এসেছে। নদিয়ার শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ইন্দ্রজিৎ বিশ্বাস নামে তৃণমূলের এক যুব সভাপতির বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা ঘটে। এবার নদিয়া জেলাকে চাপড়ায় সরাসরি এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *