Trinamool Congress : মহিলা সাংসদ সংখ্যাতেও রেকর্ড তৃণমূলের! লকেট-দেবশ্রীর হারে শূন্য বিজেপি – trinamool congress got eleven elected woman mp from west bengal lok sabha election


দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। রাজ্যে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প থেকে শুরু করে নারী ক্ষমতায়নে একাধিক উদ্যোগ, সবক্ষেত্রেই অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রথম সারির নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি সব ক্ষেত্রেই মহিলা মুখকে প্রাধান্য দিতে এগিয়ে তৃণমূল কংগ্রেসও। সম্প্রতি সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনেও দেখা গেল একই চিত্র।লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১২টি আসনে মহিলা প্রতিনিধিদের লড়াই করতে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বাদ দিয়ে প্রতিটি প্রার্থীই জয় ছিনিয়ে এনেছেন লোকসভা নির্বাচনে। দলের ২৯ জন নবনির্বাচিত সাংসদের মধ্যে দেশের পার্লামেন্টে থাকবেন তৃণমূল কংগ্রেসের ১১ জন মহিলা সাংসদ। অর্থাৎ, নির্বাচিত সাংসদের মধ্যে ৩৮ শতাংশ মহিলা প্রতিনিধি যাচ্ছেন সংসদে।

মহিলা প্রতিনিধিদের মধ্যে এমন অনেকজন আছেন, যাঁরা গতবারের লোকসভা নির্বাচনে জিতেই সংসদে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ সাজেদা আহমেদ, বারাসত কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এর আগে একাধিকবার সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এর বাইরে এবার বেশ কিহু নতুন জয়ী মহিলা সাংসদ প্রতিনিধি রয়েছে। এর মধ্যে অন্যতম হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। দলের বিভিন্ন নির্বাচনে মহিলা প্রতিনিধিদের বরাবরই এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নির্বাচনিত প্রতিনিধিদের মধ্যে বা মন্ত্রিসভায় মহিলা সংখ্যা বাড়ানোই নয়, উন্নয়নমূলক কর্মকাণ্ডেও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার একাধিক উদাহরণ রয়েছে এই রাজ্যে। এমনকি,রাজ্যসভাতেও সাগরিকা ঘোষ, দোলা সেন, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুরের মতো সাংসদরা রয়েছেন।

Abhishek Banerjee : রেকর্ড মার্জিনের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানুন বিস্তারিত

অন্যদিকে, মহিলা সংরক্ষণের কথা মুখে বললেও এবার লোকসভা নির্বাচনে বিজেপির মহিলা প্রার্থী সংখ্যা ছিল ৭ জন। যদিও কোনও মহিলা প্রতিনিধি এবার লোকসভা নির্বাচনে জিততে পারেননি। এর মধ্যে গতবারের সাংসদ হুগলির লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী এবার জয়লাভ করতে পারেননি। নতুন মুখ হিসেবে এবার সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে রেখা পাত্র এবং কৃষ্ণগড়ের রাজবধূ অমৃতা রায়, বোলপুর থেকে পিয়া সাহাকে প্রার্থী করা হলেও কেউই জিততে পারেননি। ফলত, বাংলা থেকে এবার কোনও মহিলা সাংসদকে পার্লামেন্টে পাঠাতে পারছে না গেরুয়া শিবির।

Mamata Banerjee : শনিবার কালীঘাটে তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক মমতার
বস্তুত, মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর দিক থেকেও যে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে, সেটা এবারের লোকসভা নির্বাচনে আরেকবার প্রমাণিত হল। গতবারের লোকসভাতেও তৃণমূলের মহিলা প্রতিনিধিদের সংখ্যা কম ছিল না। নবনির্বাচিত মহিলা প্রতিনিধিরা রাজ্যের উন্নয়নে সংসদে গিয়ে কী ভাবে লড়াই করবেন, সেটা দেখার অপেক্ষায় রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *