Uluberia Lok Sabha Election Result : ব্যবধান বাড়ালেন সাজদা, উলুবেড়িয়ায় ভোট শতাংশ কমল সব দলেরই – uluberia lok sabha result wise all party got less percentage of vote than previous year


১৮ তম লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া আসনে ভোটের শতাংশ কমল সব দলের। তৃণমূল, বিজেপি থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোটের হার কমল। সার্বিকভাবে, ২০১৯ সালে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮১.১৮ শতাংশ। এবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৭৮ শতাংশ। ভোটের হার কমার পাশাপাশি প্রতিটি দলেরই প্রাপ্ত ভোটের হার কমল।উলুবেড়িয়া আসনে মোট ভোট পড়েছে ১৩ লাখ ৯১ হাজার ৮৫০। এর মধ্যে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ পেয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৬২২। অন্যদিকে বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী পেয়েছেন ৫ লাখ ৫ হাজার ৯৪৯ ভোট। ২ লাখ ১৮ হাজার ৬৭৩ ভোটে জিতে তৃতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন সাজেদা আহমেদ। পরিসংখ্যান অনুযায়ী, গত লোকসভা নির্বাচনের থেকে এবারে সাজদার মার্জিন বেড়েছে ৩৩১৪ টি ভোট। গত লোকসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন ২ লাখ ১৫ হাজার ৩৫৯ ভোটে‌। তবে এবার ভোটে জয়ের মার্জিন বাড়লেও শতাংশের হিসেবে সাজদা আহমেদের ভোট পাওয়ার হার কমেছে। সাজদা আহমেদ শতাংশের হিসেবে পেয়েছেন ৫২.০৬ শতাংশ ভোট। গতবারের তুলনায় প্রায় ১ শতাংশ কম। বিজেপির ক্ষেত্রেও ভোট পাওয়ার হার কমেছে। গতবারে বিজেপি ভোট পেয়েছিল ৩৭ শতাংশ। এবারে পেয়েছে ৩৬.৩৫ শতাংশ। বিজেপির ভোট শতাংশ কমেছে।

এদিকে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে বামেদের। সঙ্গী দোসর কংগ্রেস। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক ভোট পেয়েছেন ৭৮৫৮৯ ভোট। শতাংশ হিসাবে যেটা মোট প্রাপ্ত ভোটের ৫.৬৪ শতাংশ ভোট। গত লোকসভা নির্বাচনে বামেরা একাই পেয়েছিল ৫ শতাংশ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২ শতাংশ ভোট। গতবারে যেখানে বাম ও কংগ্রেস মিলিয়ে ৭ শতাংশ ভোট পেয়েছিল। এবারে তা নেমে এসেছে ৫.৬৪ শতাংশে। কমেছে প্রায় আড়াই শতাংশ।

Prasun Banerjee Howrah Lok Sabha : ‘দিদি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী’ বললেন জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়

উল্টোদিকে, এইবারে প্রথম লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আইএসএফ। আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম পেয়েছেন ৩৮৯৯১ ভোট। ২.৮০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। নোটায় ভোট পড়েছে ১১৩১৮ টি। ভোট কমার বিষয় নিয়ে তৃণমূলের হাওড়ার গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি অরুনাভ সেন বলেন, ‘এটা বিশেষ কোনও ব্যাপার নয়। ভোট সবে মিটেছে আমরা দলীয়ভাবে বৈঠক করে এই ফল পর্যালোচনা করব।’ সেটা খুব শীঘ্রই হবে বলে জানান অরুনাভ সেন।

উলুবেরিয়া লোকসভা ফলাফল: সাজদাতেই আস্থা উলুবেড়িয়ার, হ্যাটট্রিক তৃণমূল প্রার্থীর
বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি সুরজিৎ মণ্ডল জানান, উলুবেড়িয়ায় ৩০ শতাংশ সংখ্যালঘু মহিলা ভোট তৃণমূলের ঝুলিতে গিয়েছে। এছাড়াও আমরা যে পরিমাণ হিন্দু মহিলা ভোট পাওয়ার আশা করেছিলাম সেইটাও হয়নি। সেই কারণেই ভোটের হার কিছুটা কমেছে। আগামী দিনে দল নতুন পরিকল্পনা ও নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোবে বলে জানান সুরজিৎ মণ্ডল।অন্যদিকে সিপিএমের নেতা সাবির উদ্দিন মোল্লা বলেন মেরুকরণের কারণে আমাদের ভোট কমেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *