কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
গুমোট গরম থাকবে শহর কলকাতায়। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা যত বাড়বে অস্বস্তি আরও বাড়বে পাল্লা দিয়ে। বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। গরমে অস্বস্তি বাড়বে। তবে স্বস্তির বৃষ্টি মিলতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। বৃহস্পতি থেকে গরম বাড়তে পারে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাতের শঙ্কা থাকছে।
বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম এবং অস্বস্তি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উপরের পাঁচ জেলায় চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা।
এদিকে ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। কিন্তু, তা একজায়গায় থমকে। আগামী সপ্তাহের মাঝামাঝি তা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা।