Black Panther At Darjeeling : গাড়ির আলোয় জ্বলজ্বলে দুই চোখ! দার্জিলিংয়ের পাকদণ্ডীতে ব্ল্যাক প্যান্থারের দেখা? – black panther seen at darjeeling road video spreading at social media


দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ফের দেখা মিলল ‘ব্ল্যাক প্যান্থার’-এর। এক গাড়ি চালকের চোখে পড়তেই তিনি ভিডিয়ো করেন ব্ল্যাক প্যান্থারটির। এরপরই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে।বিষয়টি নিয়ে দার্জিলিঙের ডিএফও বিশ্বনাথ প্রতাপ বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে। ওই এলাকা সহ আশেপাশের এলাকায় ব্ল্যাক প্যান্থার দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটি চিতাবাঘের একটি প্রজাতি কালো চিতাবাঘও হতে পারে। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’ জানা গিয়েছে, রাতে কার্শিয়াং থেকে কিছুটা দূরে ডাউহিলে ফের ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। চিমনের কাছে বাঘটিকে দেখতে পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

https://fb.watch/syID9IYTVK/
রাস্তার একপাশ থেকে ‘ব্ল্যাক প্যান্থার’টি উঁকি দেওয়ার সময় ক্যামেরা বন্দি হয়। আপন খেয়ালে পরে জঙ্গলে চলে যায়। এদিকে মাঝেমধ্যেই ‘ব্ল্যাক প্যান্থার’-এর দেখা মিলেছে দার্জিলিঙের বেশ কয়েক জায়গায়। বন দফতর সূত্রে খবর, অনেক সময় জেনেটিক কারণে চিতাবাঘের শরীরের রঙ কালো হয়ে থাকে। সেটিকে ‘ব্ল্যাক প্যান্থার’ ভেবে কয়েকজন ভুল করতে পারেন। বেশ কয়েকদিন আগে মানেভঞ্জন এলাকায় একটি ব্ল্যাক প্যান্থারের দেহ উদ্ধার হয়েছিল। পরে জানা গিয়েছিল, এলাকার দখল নিয়ে দুটি ব্ল্যাক প্যান্থারের মধ্যে সংঘর্ষে একটির মৃত্যু হয়। সেসময় বাঘটির দেহ উদ্ধার করেছিল বন দফতর।

উফ বড্ড গরম! ওআরএস-ফ্যানেই স্বস্তি বাঘেদের

উল্লেখ্য, কালো চিতাবাঘ বা ম্যালানিস্টিক লেপার্ডও এর আগেও একাধিকবার দেখা গিয়েছে দার্জিলিঙে। বনকর্তাদের অনুমান ছিল, পাহাড়ে ভালো সংখ্যাতেই রয়েছে কালো চিতাবাঘ। পাহাড়ি জঙ্গলে কতগুলি কালো চিতাবাঘ রয়েছে তা জানতে সুমারি না হলেও এখন ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

তিন মাসের বর্ষাবাস-ই, পাহাড়ে মনসুন ট্যুরিজম
গত বছর চিত্রের কাছে পাহাড়ি রাস্তায় একটি কালো চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছিল। সেটিও এক গাড়ি চালকের নজরে পড়েছিল। সেই বাঘকে ক্যামেরা বন্দী করেছিলেন গাড়ির চালক। গত ডিসেম্বর মাসে ডাউহিলে একটি কালো চিতাবাঘ দেখা গিয়েছিল। সেখানকার বাসিন্দারা জানিয়েছিলেন, সেখানে মাঝেমধ্যে কালো চিতাবাঘ দেখা গিয়েছে। কিন্তু, সব সময় সেগুলিকে ক্যামেরা বন্দি করা যায়নি। ২০২২ সালেও বক্সার জঙ্গলে এলাকাতে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *