দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা গত ৩১ মে থেকে একই জায়গায় আটকে রয়েছে। যার জেরে পশ্চিম ভারত থেকে গরম হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ফলে বেড়েছে গরমের দাপট। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে অস্বস্তিজনক পরিস্থিতি। যদিও কোথাও কোথাও সন্ধের দিকে সামান্য ঝড়বৃষ্টি হতে পারে। কিন্তু মোটের উপরে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমবে। এমনকী তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস বলছে আজ ৭ তারিখ কিছু জেলায় হতে পারে হালকা বৃষ্টি। স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণেই হতে পারে এই আঞ্চলিক বৃষ্টিপাত। আগামীকাল ৮ তারিখ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু কিছু জায়হায় হতে পারে বৃষ্টি। রবিবার ৯ তারিখ বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি। তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। এরপর ১০, ১১ এবং ১২ তারিখ দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।
কলকাতায় ফের বাড়তে পারে তাপমাত্রা
এদিকে শহর কলকাতার অনেক জায়গাতেই সকাল থেকে আকাশে রোদের দেখা। বেলা যত বাড়ছে ততই অনুভূত হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, ১০ তারিখের আগে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
উত্তরের পরিস্থিতি কেমন?
এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। যদিও কিছুটা ভিন্ন ছবি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে আগামী ২ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।