Kolkata Police Warned About Cyber Fraud In Name Of Mobile Recharge


মোবাইলে ফ্রি রিচার্জ করে দেওয়া হবে। এরকমই লোভনীয় এসএমএস আসছে অনেকের কাছেই। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন নেটওয়ার্ক উপভোক্তাদের কাছে এই ধরনের এসএমএস যাচ্ছে। এটি আসলে সাইবার ক্রাইমের একটি ফাঁদ বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ।অনেক মোবাইল ব্যবহারকারীদের কাছে এসএমএস আসছে, যেখানে লেখা থাকছে, ‘২৮ দিনের জন্য ২৩৮ টাকার একটি ফ্রি রিচার্জ করে দেওয়া হচ্ছে। এরকমই একটি বার্তা দিয়ে নির্দিষ্ট কেটি ওয়েবলিঙ্ক দেওয়া হচ্ছে। সেখানে ক্লিক করে কিছু স্টেপ পূরণ করলে যে মোবাইলের রিচার্জ হয়ে যাবে বলে জানানো হচ্ছে। এমনকি, বিষয়টিকে আরও গ্রহণযোগ্য করার জন্য নিচে লিখে দেওয়া হচ্ছে, ‘আমি এ থেকে শিক্ষা নিচ্ছি, ২৮ দিনের রিচার্জ হয়ে গিয়েছে। আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। ২৮ দিনের জন্য ফ্রি রিচার্জ গ্রহণ করুন।’


মূলত, হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে এই বার্তা পাঠানো হচ্ছে। এখানেই প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। এই বিষয়ে কলকাতা পুলিশের পাশাপাশি বিভিন্ন সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জমা পড়ছে একাধিক।

এটিএম কারচুপি! টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, http://westbengalfreerecharge.blogspot.com নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনারা সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।

বেনামি অ্যাপে শেয়ার বাজারে বিনিয়োগ! জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ লাখ, তারপর…
রাজ্যের বিভিন্ন কোণায় অভিনব কায়দায় সাইবার জালিয়াতির রমরমা দেখা গিয়েছে বেশ কয়েক বছর ধরে। কখনও লং লাইপায়ে দেওয়ার আশ্বাস দিইয়ে আবার কখনও বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে সাইবার অপরাধের জাল বিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে এর আগেও বিভিন্ন এই ধরনের সাইবার জালিয়াতি নিয়ে সতকর্তা জারি করা হয়েছিল। গত কয়েক দিনে এই ধরনের একটি মেসেজ ছড়িয়ে পড়তেই পুলিশের তরফে নাগরিকদের সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *