মূলত, হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে এই বার্তা পাঠানো হচ্ছে। এখানেই প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। এই বিষয়ে কলকাতা পুলিশের পাশাপাশি বিভিন্ন সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জমা পড়ছে একাধিক।
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, http://westbengalfreerecharge.blogspot.com নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনারা সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
রাজ্যের বিভিন্ন কোণায় অভিনব কায়দায় সাইবার জালিয়াতির রমরমা দেখা গিয়েছে বেশ কয়েক বছর ধরে। কখনও লং লাইপায়ে দেওয়ার আশ্বাস দিইয়ে আবার কখনও বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে সাইবার অপরাধের জাল বিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে এর আগেও বিভিন্ন এই ধরনের সাইবার জালিয়াতি নিয়ে সতকর্তা জারি করা হয়েছিল। গত কয়েক দিনে এই ধরনের একটি মেসেজ ছড়িয়ে পড়তেই পুলিশের তরফে নাগরিকদের সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।