Rachana Banerjee : দ্বন্দ্ব ভুলে একজোট হয়েই হুগলিতে লক্ষ্মীলাভ রচনার – lok sabha election results 2024 hooghly tmc candidate rachana banerjee win


প্রদীপ চক্রবর্তী, চুঁচুড়া
এ বার লোকসভা নির্বাচনে গোড়া থেকেই শিরোনামে ছিল হুগলি লোকসভা কেন্দ্র। বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাজনীতিতে আনকোরা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দিদি নাম্বার ওয়ান রচনাই। একদিকে ‘জনবিচ্ছিন্ন’ প্রার্থী লকেটকে নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল ও অন্যদিকে সরকারি সুযোগ সুবিধা পাওয়া তফসিলি জাতি, উপজাতিরা তৃণমূলের ঝুলি ভরানোয় ঘাসফুলের দাপট বেড়েছে হুগলি লোকসভার একাধিক বিধানসভা কেন্দ্রে।ভোটের ফল বেরনোর পর সংখ্যার বিচার করে রচনার জয়ের মূল কারিগর তফসিলি জাতি, উপজাতি ও আদিবাসী পরিবারগুলি। যারা ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে পদ্মের বন উজাড় করে ঘাসফুলে ভোট দিয়েছেন। হুগলির সাতটি কেন্দ্রের মধ্যে ধনেখালি, পাণ্ডুয়া, বলাগড়ে তফসিলি জাতি, উপজাতি ও আদিবাসী পরিবারের আধিক্য বেশি। সংরক্ষিত ধনেখালি বিধানসভার মধ্যে তফসিলি জাতি ৩৫% ও উপজাতি তথা আদিবাসী ভোট প্রায় ১৫%।

এদের মধ্যে দুলে, বাগদি, মুচি, ডোম-সহ একাধিক সম্প্রদায়ের মানুষ আছে। এ ছাড়া সংখ্যালঘু মুসলিম প্রায় ২২%। এ বার ধনেখালি থেকে ৪১,৮৮০ ভোটে লিড পেয়েছেন রচনা। যা ২০২১ সালের বিধানসভা (৩০ হাজার) ও ২০১৯ সালের লোকসভা ভোটের (১২ হাজার) ব্যবধানকে ছাপিয়ে গিয়েছে। ধনেখালির আদিবাসী অধ্যুষিত গুড়াপ থেকেও ব্যাপক ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী।

ধনেখালির পাশেই পাণ্ডুয়ায় তফসিলি জাতি ৩২% ও আদিবাসী ভোটার ১৬%। সংখ্যালঘু ভোট প্রায় ২৫%। এ বার পাণ্ডুয়া থেকে প্রায় ২৫,৭৮৬ ভোটে লিড নিয়েছেন রচনা। আদিবাসী এলাকা হরাল দাসপুর, সিকিরা চাপতা, ইটাচুনা, খন্যান, দ্বারবাসিনীতে তৃণমূল প্রচুর ভোট পেয়েছে। গত লোকসভা ভোটে পাণ্ডুয়া থেকে লকেট প্রায় সাতশোর বেশি ভোটে লিড পেয়ে ছিলেন।

বলাগড় কেন্দ্রেও তফসিলি জাতি ও আদিবাসী ভোট ব্যাঙ্ক ধরে রাখতে পারেনি বিজেপি। যে কারণে গত লোকসভা ভোটে বলাগড় থেকে ৩৬ হাজারের সর্বোচ্চ লিড পেলেও এবার মাত্র সাড়ে পাঁচ হাজারের বেশি লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। এ বার বলাগড় থেকে ২০ হাজার ভোটে লিড নেওয়ার দাবি ছিল বিজেপির। কিন্তু ভোটের ফল প্রকাশের প্রথম রাউন্ড থেকেই রচনার থেকে পিছিয়ে পড়েন লকেট।

Lok Sabha Election Result 2024 : জোড়াফুলের প্রতীকে জয়জয়কার তারকাদের

ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘বিজেপির বিদায়ী সাংসদ শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জাতি মত নির্বিশেষে মানুষের উন্নয়ন করেছেন। মানুষ দুই হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে রচনাকে জিতিয়েছেন।’ পাণ্ডুয়ার যুব নেতা সঞ্জয় ঘোষ বলেন, ‘আগের লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিয়ে মানুষ যে ভুল করেছিল এ বার আর তা করেনি।’

গোষ্ঠী কোন্দলে জর্জরিত বলাগড় দু’ভাগে ভাগ হয়েছিল। বিপদ বুঝেই ভোটের আগে কর্মিসভায় বিবদমান গোষ্ঠীর নেতাদের একসঙ্গে ভোট করার কড়া নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলাগড় ব্লকের নেতা শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোথাও কোথাও আমরা মানুষকে বোঝাতে পারিনি। না হলে আমরা আরও ভোট পেতাম।’ বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন, ‘বিজেপি শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না। লক্ষ্মীর ভাণ্ডার ভোটের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *