Sealdah Station Extension Work : ট্রেন ছেড়ে আজ বাসেই ভরসা যাত্রীদের! – people are choosing bus to travel and avoiding train for irregular service due to extension work at sealdah station


শুক্রবার সকাল থেকেই ট্রেনের সমস্যা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদা শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ কোচের করার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। তারজন্যই চলছে প্রস্তুতি। শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে চলছে কাজ। আর তার জেরেই বন্ধ রাখা হয়েছে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম (Sealdah Station Platform Work)। শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে ট্রেনের সমস্যার কারণে ধরা পড়েছে যাত্রী দুর্ভোগের ছবি। ট্রেনের বিকল্প হিসেবে তাই বাসের ওপরেই ভরসা। ট্রেনের সমস্যা থাকলেও যেতেই হচ্ছে অফিসে। তাই বাসের উপরেই নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। যার জেরে অন্য দিনের তুলনায় অনেকটাই ভিড় বাসে। যার জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবি ধরা পড়েছে। বিস্তারিত জেনে নিন ভিডিয়োতে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *