Sealdah Train Cancelled : শনি-রবিও চলবে দুর্ভোগ! কোন কোন ট্রেন বাতিল? রইল তালিকা – sealdah local train cancelled list updated by eastern railway


দিনভর যাত্রীদের ভোগান্তি। এক যাত্রীর ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু। শিয়ালদা মেন লাইনে এবং বনগাঁ শাখায় গোটা দিন জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রেল যাত্রীদের। তবে, দিনের শেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল, তিনদিন ব্যাপী যে কাজ চলবে, তার দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছে রেল। পাশাপাশি, তিনদিন কোন কোন ট্রেন বাতিল করা হয়, তালিকা দিয়ে জানাল পূর্ব রেল।কী জানাল রেল ?

রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ, সিগন্যাল সহ অপারেশনাল একাধিক বিভাগ দ্রুততার সঙ্গে কাজ করছে। শিয়ালদা ডিআরএম দীপক নিগম এদিন কাজ পরিদর্শন করতে যান। বৃহস্পতিবার তিনি সারারাত কাজের অগ্রগতি তদারকি করতে সেখানে উপস্থিত ছিলেন। আজও তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওভারহেড ইকুইপমেন্টস (ওএইচই) পোর্টাল নির্মাণ, অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম (ইআই) ইত্যাদি চালু করার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী রবিবারের মধ্যে এই কাজ শেষ করে পরিষেবা পুনরায় স্বাভাবিকরার ব্যাপারে লক্ষ্যমাত্রা রয়েছে রেলের। সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছে রেল।

ট্রেন বাতিলের সম্পূর্ণ তালিকা
কোন ট্রেন বাতিল?

রেলের তরফে ৭ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, সেগুলির একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয় –

শিয়ালদা ব্যারাকপুর শাখা
শিয়ালদা থেকে ব্যারাকপুর শাখায় আপ ট্রেন সকাল ৬.৪৮, সকাল ৭.৩৩, সকাল ৭.৪৬, সকাল ৮.০০, সকাল ৮.১৩, সকাল ৯.০৫, সকাল ৯.২৮, সকাল ৯.৪০, সকাল ১০.০৫, বেলা ১.৪২ এবং সন্ধ্যায় ৬.২৮-এর ট্রেন বাতিল থাকছে। ডাউনে সকাল ৭.৪০, সকাল ৮.২২, ৮.৩৫, ৮.৪৮, সকাল ৯.০২, ৯.৫৭, ১০.১৬, সকাল ১০.৩০, ১১.০০, বেলা ২.৪২, সন্ধ্যায় ৬.৩০, ৭.২৫ ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা নৈহাটি শাখা
শিয়ালদা থেকে নৈহাটি শাখায় আপ ট্রেন সকাল ৪.৪০, সকাল ৬.৩৮, সকাল ৭.৫২, সকাল ৯.৩৪, সকাল ১০.৪৫, সকাল ১২.২০, বেলা ১.০৭, বেলা ৩.৫৫, সন্ধ্যায় ৬.০৫, ৬.৩৫, ৭.৪২, ৯.২০, রাত ১০.২২-এর ট্রেন বাতিল থাকছে। ডাউনে সকাল ৪.৫০, সকাল ৭.৫২, ৮.৩০, ৯.১০, ১০.৪৭, বেলা ১২.০০, ১.৪০, ২.৫০, বিকেল ৫.২২, সন্ধ্যায় ৭.২০, ৭.৪৭, ৯.০৮, ৯.২৮-এর ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা বারাসত শাখা
শিয়ালদা বারাসত শাখায় আপ ট্রেন সকাল ৮.৫৮, সকাল ১০.৩৫, সকাল ১০.৫৮, সন্ধ্যা ৬.১৪, রাত ৮.৩৯ মিনিটের ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, ডাউনে সকাল ৮.১৫, ৯.৩৫ এবং বিকেল ৪.২২-এর ট্রেন বাতিল থাকবে।

Sealdah Railway Station Platform :শিয়ালদার প্ল্যাটফর্ম বন্ধে ভোগান্তির মুখে পড়বেন নিত্যযাত্রীরা?

শিয়ালদা ডানকুনি শাখা
শিয়ালদা ডানকুনি শাখায় আপ সকাল ৬.০৫, সকাল ৭.৪৬, সকাল ৮.২৪, সকাল ১০.১৫, বেলা ১.২৫ এবং রাট ৮.৪২-এর ট্রেন বাতিল থাকবে। ডাউনে সকাল ৭.০২, ৮.৪৪, ৯.১৫, ১১.২২, বেলা ২.২২, রত ১০.৫০ ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা রানাঘাট শাখা
শিয়ালদা রানাঘাট শাখায় আপ লাইনে সকাল ৬.২০, সকাল ৮.০০ বিকেল ৪.২৫, বিকেল ৫.৫৪, রাত ৮.২৫, রাট ১০.০৮-এর ট্রেন বাতিল। ডাউনে সকাল ৪.২০, সকাল ৭.৪৫, সকাল ১০.১২, বেলা ১২.৫০, বিকেল ৫.২৮, সন্ধ্যায় ৬.৪২, সন্ধ্যায় ৭.২৫ এবং রাত ৯.৩৭-এর ট্রেন বাতিল থাকবে।

Kolkata Bus Route : কমবে শিয়ালদাগামী যাত্রীদের দুর্ভোগ, শুক্র থেকে দুই রুটে বাস পরিষেবা
এছাড়াও শিয়ালদা মধ্যমগ্রাম লাইনে আপ শাখায় সকাল ৭.৩২, ৯.৩০ এবং ডাউন লাইনে ৮.৫২, রাট ১০.০৩-এর ট্রেন, শিয়ালদা দত্তপুকুর শাখায় আপ লাইনে সন্ধ্যায় ৭.৫২ এবং রাত ৯.০৬-এর ট্রেন বাতিল থাকবে। শিয়ালদা কৃষ্ণনগর শাখায় আপ সকাল ০৫.০৫ এবং রাত ১০.০০ ট্রেন বাতিল, শিয়ালদা বনগাঁ শাখায় আপ লাইনে বিকেল ৫.৩২ লেডিস স্পেশ্যাল, ডাউনে ৭.১৫ লেডিস স্পেশ্যাল এবং ৯.৩৫-এর ট্রেন বাতিল থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *