Sealdah Train News,ব্যাপক ভিড়ের চাপেই টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের? মুখ খুলল রেল – young boy has fallen from running train and died at titagarh


ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ভিড়ের চাপেই ওই যুবকের ট্রেন থেকে পড়ে হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ মেন শাখায় টিটাগড় ও খড়দা স্টেশনের মাঝে। মৃত যুবকের নাম মহম্মদ আলি হাসান আনসারি (২২)। তিনি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।রেলের কাজের জন্য শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। ফলে সকাল থেকে ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। দেরিতে চলছে প্রচুর ট্রেন। পাশাপাশি ট্রেনগুলিতে থিকথিকে ভিড়। আর সেই ভিড়ে ঠাসা ট্রেনে ওঠার সময় পড়ে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ওই যুবক সল্টলেক সেক্টর ফাইভে কাজ করতেন বলে জানা গিয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়নি। আর সেই কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল সুপার এবং চিকিৎসকরা জানাচ্ছেন, ট্রেন থেকে পড়ে যাওয়ায় গভীর ক্ষত এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের।

এদিকে এই ঘটনার সঙ্গে রেলের কাজের কোনও সম্পর্ক নেই বলেই জানাচ্ছে পূর্ব রেল। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘একজন যাত্রী পড়ে গিয়েছিলেন, তাঁকে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রেলের কাজের জন্যই মারা গিয়েছে এমন কোনও বিষয় নেই।’ ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।

১২ বগির ট্রেন চালানোর জন্য শিয়ালদা স্টেশনে চলছে রেলের কাজ। আর তার জেরে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ফলে সকাল থেকেই বিভিন্ন লোকাল ট্রেনে ভোগান্তির অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিকল্প পথে নিজ গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা। ফলে সড়কপথে বাসেও ব্যাপক ভিড়। বিভিন্ন বাস স্টপে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশাপাশি শাটল ট্যাক্সি বা ওই ধরনের গাড়িতেও বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ কোনও কোনও যাত্রীরা। এমনকী বাড়তি ভাড়া দিতে রাজি থাকলেও অনেক সময় তা পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন যাত্রীরা। এই বিষয়টি রেলের তরফে যথেষ্ট পরিমাণে প্রচার করা হয়নি বলেও দাবি কোনও কোনও যাত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *